আসুরিয়া
Assyria

উত্তর মেসোপটেমিয়ার একটি রাজ্য। এই অঞ্চলটি বর্তমান উত্তর ইরাক এবং দক্ষিণ-পশ্চিম তুরস্কে অবস্থিত ছিল। এর ধর্মীয় রাজধানী ছিল উত্তর ইরাকের টাইগ্রিস নদীর তীরে অবস্থির আশুর নগরী।

একটি
আশুরীয় সভ্যতার একটি শহর। বর্তমান নাম 'কাল-আত-শারকাত'। উত্তর ইরাকের টাইগ্রিস নদীর পশ্চিম তীরে এই নগরীটি তৈরি হয়েছিল। ১৯০৩-১৩ খ্রিষ্টাব্দের ভিতরে ওয়াল্টার আন্দ্রের নেতৃত্বে জার্মান প্রত্নতাত্ত্বিক গবেষকদল এই শহরকে উপস্থাপন করেন।এই নগরের দেবতার নামও ছিল আশুর। এই দেবতার নামানুসারে এই নগরীর নামকরণ করা হয়েছে আশুর।

নগরীটির সুমেরীয় শাসনামলে এই নগরীর পত্তন হয়েছিল। পরে
আশুরীয় াম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এবং কালক্রমে নগরীটি এই সাম্রাজ্যের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা পায়।