সামারায় প্রাপ্ত খ্রিষ্টপূর্ব ৬০০০ অব্দের নারী
মূর্তি
সামার্রা সভ্যতা
Samarra Civiliaztion
প্রাক্-মেসোপটেমিয়ান একটি সভ্যতা।
খ্রিষ্টপূর্ব
৫৫০০ থেকে ৪৮০০ অব্দ
পর্যন্ত।
সামার্রা নগরটি গড়ে উঠেছিল
টাইগ্রিস (দজলা) নদের পূর্ব-তীরে।
মূলত এই সভ্যতা হাস্সুনা সভ্যতার সাথে মিশে গিয়েছিল। এই কারণে একে অনেক সময় একে
সামারা-হাস্সুনা সভ্যতা বলা হয়। ধারণা করা হয় এই সভ্যতার শেষের দিকে সমাজ ব্যবস্থা
অনেকটা সংসগঠিত হয়েছিল। এরা মাটির পাত্র, পাথুরে মূর্তি ও অন্যান্য গৃহস্থালি ও
কৃষি যন্ত্রপাতির উন্নয়ন ঘটিয়েছিল। এই সভ্যতার স্থান হিসেবে বিবেচনা করা হয় উত্তর
মেসেপোটেমিয়াকে।