জাপানের পতাকা

জাপান
ইংরেজি Japan


ত্তর-পূর্ব এশিয়া মহাদেশের একটি দেশ। জাপানি ভাষায় জাপান শব্দের অর্থ 'সূর্য উৎস'। এই কারণে অনেক সময় জাপানকে 'উদীয়মান সূর্যের দেশ' বলা হয়। রাজধানী টোকিও।

ভৌগোলিক অবস্থান: ৩৫° উত্তর ১৩৬° পূর্ব। প্রশান্ত মহাসাগরের ভিতরে অসংখ্য দ্বীপ নিয়ে জাপান গঠিত। এর উত্তর-পূর্ব দিকে রাশিয়া, পূর্বে প্রশান্ত মহাসাগর, পশ্চিমে জাপান সাগর এবং তারপরেই উত্তর ও দক্ষিণ কোরিয়া।


আয়তন: ৩,৭৭,৯৭২ বর্গকিলোমিটার (১,৪৫,৯৩৬ বর্গমাইল)

জনসংখ্যা: ১,২৬,৬৭২,০০০ (২০১৭ খ্রিষ্টাব্দ)
ভাষা: জাপানি।