লোমেক্‌উই
Lomekwi

কেনিয়ার একটি প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র। কেনিয়ার তুরকানা কাউন্টির, রিফ্‌ট উপত্যাকায় এই প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রটি অবস্থিত। এর ভৌগোলিক অবস্থান-৩°৫৪' ৩৯'' উত্তর ৩৫°৫১' ১'' পূর্ব।

এই স্থানে প্রায় ৩৩ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে ব্যবহৃত পাথুরে হাতিয়ার পাওয়া গেছে। এখন পর্যন্ত এটাই পাথরের তৈরি যন্ত্রপাতি তৈরি সর্বপ্রাচীন নমুনা ক্ষেত্র।

২০১১ খ্রিষ্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের গবেষক সোনিয়া হার্মার্ড এবং জেসন লুইস কেনিয়ার তুর্কানা হ্রদের কাছে একটি কঙ্কাল খুঁজে পান। প্রাথমিক গবেষণার সূত্রে একে বলা হয়েছিল কেনিয়াথ্রোপাস প্লাটিয়োপ্‌স্ Kenyanthropus platyops বা
অস্ট্রালোপিথেকাস আফারেনসিসদের তৈরি যন্ত্র। এর কিছুদিন পর এখানে কিছু পাথরের তৈরি যন্ত্রপাতির সন্ধান পাওয়া যায়। গবেষকরা এই ক্ষেত্রের নামকরণ করেন Lomekwi3

এই নতুন ক্ষেত্রটিতে যে সকল যন্ত্র
পাওয়া গিয়েছিল, যেগুলো পাথর ঘষে তৈরি করা হয়েছিল। এরূপ নানা ধরনের ১৪৯টি নমুনা পাওয়ার পর সোনিয়া হার্মার দাবি করেন যে, এগুলো হোমোনিনি গোষ্ঠীর কোনো প্রজাতির সৃষ্টি।

সূত্র:

  1. https://theconversation.com/discovered-stone-tools-that-go-back-beyond-earliest-humans-42133
  2. https://www.bbc.com/news/science-environment-32804177
  3. https://www.nature.com/articles/nature14464