পানামার পতাকা

পানামা
ইংরেজি Panama

মধ্য আমেরিকার একটি দেশ। এর অবস্থান রাজধানী পানামা সিটি। এই দেশেই রয়েছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্য সংযোগকারী কৃত্রিম পানামা খাল।

ভৌগোলিক অবস্থান:  ৯° দক্ষিণ ৮০° পশ্চিম। এর উত্তরে ক্যারাবিয়ান সাগর; পূর্বে কলম্বিয়া; দক্ষিণে প্রশান্ত মহাসাগর; পশ্চিমে কোস্টারিকা।

আয়তন: ৭৫,৪১৭ বর্গকিলোমিটার (২৯,১১৯ বর্গ মাইল)

জনসংখ্যা: ৪০,৩৪,১১৯(২০১৬ খ্রিষ্টাব্দ)
উল্লেখযোগ্য জাতিগোষ্ঠী: মেস্টিজো ৬৫%, স্থানীয় পানামানিয়ান ১২.৩ %, আফ্রো পানামানিয়ান ৯.২%।

ভাষা:
স্প্যানিশ।
ধর্ম: রোমান ক্যাথলিক খ্রিষ্টান।
মুদ্রা: বালবোয়া, মার্কিন ডলার।
প্রধান শহর: পানামা সিটি

ইতিহাস
খ্রিষ্টীয় ষোড়শ শতাব্দীতে স্পেনের অভিযাত্রীরা এই অঞ্চলে উপনিবেশ গড়ে তোলে। এর আগে এই অঞ্চলে বাস করতো আমেরিকার আদিবাসীরা। ১৮২১ খ্রিষ্টাব্দের ২৮ শে নভেম্বর স্পেনের শাসন মুক্ত হয়ে স্বাধীন পানামা রাষ্ট্রের উদ্ভব হয়। এরপর এই অঞ্চলের নিউভা গ্রানাডা, ইকুয়েডর এবং ভেনিজুয়েলার মতো স্পেনীয় উপনিবেশ মিলত হয়ে গ্রান কলম্বিয়া প্রজাতন্ত্র গঠিত হয়েছিল। ১৮৩১ খ্রিষ্টাব্দে এই গ্রান কলম্বিয়া বিলুপ্ত হয়ে গেলে পানামা এবং নিউভা গ্রানাডা মিলিত রাষ্ট্রে পরিণত হয়। এরপর এই দুটি অঞ্চল নিয়ে তৈরি হয় কলম্বিয়া। ১৯০৩ খ্রিষ্টাব্দের ৩রা নভেম্বর পানামা পৃথক রাষ্ট্রে পরিণত হয়। ১৯৪৫ খ্রিষ্টাব্দের ১৩ই ডিসেম্বর দেশটি জাতি সংঘে যোগদান করে।