সেনেগালের পতাকা

সেনেগাল

ইংরেজি Senegal

আফ্রিকা কটি স্বাধীন রাষ্ট্র। এর রাজধানীর  নাম ডাকার। আফ্রিকার সেনেগাল নদী থেকে এই দেশের নামকরণ করা হয়েছে।

ভৌগোলিক অবস্থান: ৩৪
°২২০.০১ উত্তর ১৪°১৬ ৫৯.৯৯ পশ্চিম।  এর উত্তর মৌরতানিয়া পূর্বে মালি; দক্ষিণে গিনি, গিনি বিসাউ এবং পশ্চিমে উত্তর আটালান্টিক মহাসাগর।

আয়তন: ১,৯৬,৭১২ বর্গকিলোমিটার (৭৫,৯৫১ বর্গমাইল)।
 
জনসংখ্যা: ২০১৬ খ্রিষ্টাব্দের অনুমানিক হিসাব
১,৫৪,১১,৬১৪।

ভাষা: প্রশাসনিক ভাষা ফরাসি, উলুফ
জাতীয় ভাষা: বালান্টা-গান্জা, হাস্সানিয়া আরবি, জোলা-ফোনয়িই, মাঙ্কানাইয়া, নুন, পুলার
মুদ্রা: সিএফএ ফ্রাঙ্ক।

১৯৬০খ্রিষ্টাব্দে ফ্রান্সের কাছ থেকে এই দেশটি স্বাধীনতা লাভ করেছে।