হেরা, জাবাল-আল্-নুর
সৌদি আরবের মক্কা নগরীর নিকটবর্তী জাবাল-আলনুর (جَـبَـل ٱلـنُّـوْر) পাহাড়ের একটি গুহা। উল্লেখ্য জাবেল-আল-নুর পাহাড়টির উচ্চতা প্রায় ৬৪২ মিটার (২,১০৬ ফুট)। এর ভৌগোলিক অবস্থান °২'২৯'' উত্তর অক্ষাংশ ৩৯°১'৪'' পূর্ব দ্রাঘিমাংশ। 


হেরা গুহাটি জাবাল-আল্-নুর পাহাড়ের  ২৭০ মি (৮৯০ ফু) উচুতে অবস্থিত। এর দৈর্ঘ্য ৩.৭ মি (১২ ফু) এবং প্রস্থ ১.৬ মি (৫ ফু ৩ ইঞ্চি) প্রশস্ত।

এই গুহায় হজরত  মুহম্মদ (সাঃ), দীর্ঘ দিন ধরে আল্লাহর ধ্যান করতেন।
৬১০ খ্রিষ্টাব্দের ১০ আগষ্ট (সোমবার ২১শে রমজান) রাতে, ফেরেস্তা জিব্রাইল তাঁর কাছে আসেন- এবং নবীকে বলেন-

১.'তুমি পড় তোমার সেই রব্বের নামে, যিনি সৃষ্টি করেছেন।

২. সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড থেকে।

৩. পড় এবং তোমার রব্ব মহামহিমান্বিত,

৪. যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন।

৫. তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে (এমন জ্ঞান) যা সে জানতো না।

কোরান শরীফে এই পাঁচটি আয়াত-সহ মোট ১৭টি আয়াত সুরা 'আলাক' নামে অন্তর্ভুক্ত হয়েছে।