দক্ষিণ কোরিয়ার পতাকা

দক্ষিণ কোরিয়া
 ইংরেজি South korea

ত্তর-পূর্ব এশিয়া মহাদেশের একটি দেশ। মূলত কোরীয় উপদ্বীপের দক্ষিংশে এই রাষ্ট্র অবস্থিত। এর উত্তরাংশের নাম উত্তর কোরিয়া। রাজধানী সিউল।

ভৌগোলিক অবস্থান: ৩৬
° উত্তর ১২৮° পশ্চিম।  এর উত্তরে উত্তর কোরিয়া; পূর্বে জাপান সাগর, এই সাগরের ওপারে জাপান অবস্থিত। দক্ষিণে কোরীয় প্রণালী, পশ্চিমে পীত সাগর।
আয়তন: ১,০০,২১০ বর্গকিলোমিটার (৩৮,৬৯০ বর্গমাইল)
জনসংখ্যা: ৫১,৪৪৬,২০১ (২০১৭ খ্রিষ্টাব্দ)
ভাষা: কোরিয়ান।

 

ইতিহাস:
অবিভক্ত কোরীয় উপদ্বীপ জাপানের দখলে ছিল। ১৯৪৫ খ্রিষ্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পরে, এর উত্তরাংশ সোভিয়েত ইউনিয়ন এবং দক্ষিণাংশ মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে চলে যায়। ১৯৪৮ খ্রিষ্টাব্দে এই দুটি অংশ দুটি রাষ্ট্রে হিসেবে স্বাধীনতা পায়।

১৯৫০ খ্রিষ্টাব্দে উত্তর কোরিয়া সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রিত সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। পক্ষান্তরে দক্ষিণ কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে পূঁজিবাদী রাষ্ট্রব্যবস্থায় চলে যায়। এই সময় দক্ষিণ কোরিয়ার নাম রাখা হয়- গণতান্ত্রিক কোরিয়া।