তিউনিশিয়ার পতাকা

তিউনেশিয়া

ইংরেজি Tunisia

আফ্রিকা কটি স্বাধীন রাষ্ট্র। এর রাজধানীর  নাম তিউনিস।

ভৌগোলিক অবস্থান: ৩৪
° উত্তর ° পূর্ব।  এর উত্তর ও পূর্বে ভূমধ্যসাগর; পূর্ব-দক্ষিণে লিবিয়া এবং পশ্চিমে আলজেরিয়া।

আয়তন: ১,৬৩,৬১০ বর্গকিলোমিটার (৬৩,১৭০ বর্গমাইল)।
 
জনসংখ্যা: ২০১৬ খ্রিষ্টাব্দের অনুমানিক হিসাব ১,১৩,০৪,৪৮২।

ভাষা: তিউনিশিয়ান আরবি, বার্বার, ফ্রেন্স
ধর্ম: ইসলাম ৯৯%, অন্যান্য ১%।
মুদ্রা: তিউনিশিয়ান দিনার।

১৮৮১ খ্রিষ্টাব্দে ফ্রান্স তিউনিসিয়া পুরোপুরি দখল করে এবং এই সূত্রে ফ্রান্সের একটি উপনিবেশে পরিণত হয়। ১৯৫৬ খ্রিষ্টাব্দে এটি স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর তিউনিসিয়া উত্তর আফ্রিকার সবচেয়ে স্থিতিশীল রাষ্ট্রে পরিণত হয়। ইসলাম এখানকার রাষ্ট্রধর্ম। প্রায় সব তিউনিসীয় নাগরিক মুসলিম।