আরাস
বানান বিশ্লেষণ : +র্+আ+স্+অ
উচ্চারণ:
[অ.রাস্] [a.ras]
শব্দ-উৎস: ইংরেজি
Aras>বাংলা আরাস
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {নদী | জলস্রোত | জলাঙ্গী | স্ব-সত্তা | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: তুরস্কের একটি নদীর নাম। এই নদীটি
উত্তর-পূর্ব তুরস্ক থেকে উৎপন্ন নদী। ইউফ্রটিস নদীর উৎসের কাছে আর্মেনিয়ার ভিতর দিয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে কাস্পিয়ান সাগরে পতিত হয়েছে, এর প্রাচীন নাম আরাক্সেস।
ইংরেজি:
Aras, Araxes