ইন্টেল
মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিন সামগ্রী উৎপানকারী প্রতিষ্ঠান। বিশেষ করে
সেমিকন্ডাক্টর চিপ উৎপাদক হিসেবে খ্যাত।
ইন্টেলের কার্যক্রমের কালানুক্রমিক বিবরণ
- ১৯৬৮ খ্রিষ্টব্দের মাউন্টেন ১৮ই জুলাই, রসায়ন এবং পদার্থবিদ গর্ডন ই. মুর (Gordon
E. Moore) এবং অপর পদার্থবিদ এবং
ইন্টিগ্রেটেড সার্কিটের সহকারী উদ্ভাবক রবার্ট নয়েস (Robert
Noyce) একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। এই
প্রতিষ্ঠানের নামকরণ করা হয় 'মুর নয়েচ'। ইংরেজিতে এই নামটি শোনায়
more noise
(অধিকতর কোলাহল)। নামটি সুশোভন নয় বলে, প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম পরিচালিত করতো
NM Electronics।
পরে ইন্টিগ্রেটেড ইলেক্ট্রনিকস থেকে এর নাম করা হয়
"Intel" (Integrated
Electronics)।
সে সময় তখন ইন্টেল নামটি একটি হোটেল চেইনের জন্য ট্রেডমার্ক ছিল। এই কারণে ইন্টেলকে
তাদের নামের অধিকার ক্রয় করতে বাধ্য হয়। এই সময় কোম্পানির সিইও ছিলেন রবার্ট
নয়েস।
- ১৯৬৯ খ্রিষ্টাব্দে সেমিকন্ডাক্টর তৈরির
কার্যক্রমের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছিল। এই কোম্পানি প্রথম বাজারজাত করে,
3101 Schottky TTL
bipolar 64-bit static
random-access memory (SRAM)। এই
বৎসরেই এরা তৈরি করে 3301
Schottky bipolar 1024-bit read-only memory (ROM)
এবং প্রথম বাণিজ্যিকভাবে বাজারে ছাড়ে
metal–oxide–semiconductor field-effect
transistor (MOSFET)।
- ১৯৭১ খ্রিষ্টাব্দে
নভেম্বর
মাসে ইন্টেল প্রথম
4004
মাইক্রোপ্রোসেসর তৈরি করে। এটি তৈরি করা হয়েছিল, জাপানি নিপ্পন ক্যালকুলেটিং
ম্যাশিন কর্পোরেশন-এর Busicom 141-PF printing calculator
-এর
জন্য।
এর নকশাটি উপস্থাপন করেন- টেড হফ। পরে এই নকশা অনুসারে একটি মাইক্রোপ্রোসেসরের
চূড়ান্ত রূপ দান করেন- ফেডেরিকো ফাগ্গিন (Federiko
faggin)
এবং স্ট্যান মেজর (Stan
Mazor)।
এই প্রোসেসরটি নির্মাণে
সার্বিক সহায়তা করে
Busicom-
এর Masatoshi
Shima ।
- ১৯৭২ খ্রিষ্টাব্দের দিকে
intel 4004
ব্যবহার করে,
মাইক্রোকম্পিউটার
তৈরি হওয়া শুরু হয়। এর ফলে ইন্টেলের
সুনাম বৃদ্ধি পেলেও এদের প্রধান বাণিজ্য ছিল
'ডাইনামিক র্যানডম একসেস মেমোরি চিপ'।
- ১৯৭৮ খ্রিষ্টাব্দে ইন্টেল প্রোসেসর
৮০৮৬ এবং তার আরেকটি সংস্করণ ৮০৮৮ বাজারজাত করা শুর করে এবং ক্রেতা আকৃষ্ট করা
জন্য "অপারেশন ক্র্যাশ" নামে একটি কার্যক্রম হাতে নেয়।
- ১৯৮১ খ্রিষ্টাব্দে আইবিএম তাদের প্রথম
পিসি বাজারে ছাড়ে এবং সাফল্য অজর্ন করে।
- ১৯৮২ খ্রিষ্টাব্দে ইন্টেল তৈরি করে
৮০২৮৬ মাইক্রোপ্রসেসর, যেটি দুই বছর পরে, আইবিএমের পিসি/এটিতে ব্যবহার করা হয়।
- ১৯৮৩ খ্রিষ্টাব্দের দিকে কিছু জাপানি প্রতিষ্ঠান সেমিকন্ডাক্টর উৎপাদন শুরু করলে,
ইন্টেল বড় ধরনের প্রতিযোগিতার মুখোমুখি হয়। ফলে ইন্টেলের আয় ক্রমান্বয়ে কমতে থাকে।
এই সময়ে আইবিএম পারসোনাল কম্পিউটার বিশেষ জনপ্রিয় হয়ে উঠতে থাকে। তাই এর
মাইক্রোপ্রোসেসর উন্নয়নের দিকে বিশেষ নজর দেয়।
- ১৯৮৪ খ্রিষ্টাব্দে ইন্টেল এবং সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি এসোসিয়েশন সেমিকন্ডাক্টর
চিপ প্রোটেকশন এক্ট তৈরি করার উদ্যোগ নেয়। আমেরিকার আইন দ্বারা ইন্টেলের
মাইক্রোপ্রসেসরের নকশার ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইট প্রথমাবস্থায় চিহ্নিত করা
সম্ভব ছিল না। তাই ইন্টেল এই সকল কোম্পানির বিরুদ্ধে মামলা করে। শেষ পর্যন্ত ইন্টেল
এই মামলায় হেরে যায়।
- ১৯৮৫ খ্রিষ্টাব্দে আইবিএম-এর অনুকরণে
"কম্প্যাক" প্রথম আইবিএমের পিসির ক্লোন উৎপাদন করে। এতে ব্যবহার করা হয়েছিল
ইন্টেলের ৮০২৮৬ প্রোসেসর।
- ১৯৮৫ খ্রিষ্টাব্দে ইন্টেল প্রকাশ করেছিল ৮০৩৮৬ডিএক্স প্রোসেসর।
এই প্রোসেসর ব্যবহার করে কম্প্যাক সেকালের দ্রুততম ক্লোন পিসি তৈরি করে। এর ফলে
আইবিএমকে পিসির ব্যবসায় পিছিয়ে পড়ে।
- ১৯৭৫ খ্রিষ্টাব্দে ইন্টেল ৩২-বিটের
মাইক্রোপ্রসেসর তৈরির জন্য একটি প্রজেক্ট শুরু করে।
- ১৯৮১ খ্রিষ্টাব্দে ৩২-বিটের
মাইক্রোপ্রসেসর তৈরির কার্যক্রমে সাফল্য লাভ করে। এই প্রযুক্তির ফসল ছিল ইন্টেল
আইএপিএক্স ৪৩২। তবে সেকালের বিচারে এটা অত্যাধুনিক হওয়ায় প্রচলিত কম্পিউটার
পদ্ধতিতে অনেকেই উৎসাহ বোধ করে নি।
- ১৯৮৯ খ্রিষ্টাব্দের ১০ এপ্রিল প্রকাশ করে ৮০৪৮৬
শ্রেণির মাইক্রোপ্রোসেসর।
- ১৯৯১ খ্রিষ্টাব্দে এরা শুরু করে "ইন্টেল ইনসাইড" বাজারজাতকরণ কার্যক্রম।
এই বছরে বাজারে ছাড়া হয় ৮০৪৮৬এসএক্স।
- ১৯৯২ খ্রিষ্টাব্দের ৩ মার্চ বাজারে
ছাড়ে ৮০৪৮৬ডিএক্স২। আর ৯ নভেম্বর প্রকাশ করা হয় ৮০৪৮৬এসএল।
- ১৯৯৩ খ্রিষ্টাব্দে তৈরি করা শুরু করে পেন্টিয়াম শ্রেণির মাইক্রোপ্রোসেসর।
এর সাংকেতিক নাম ছিল পি৫। এই বছরে এক্স৮৬ আর্কিটেকচার উন্নয়নের উদ্যোগ নেওয়া
হয়। এর সাঙ্কেতিক নাম ছিল পি৭ ।
- ১৯৯৪ খ্রিষ্টাব্দের ৭ মার্চ বাজারজাত
করা হয় ৮০৪৮৬ডিএক্স৪।
- ১৯৯৫ খ্রিষ্টাব্দের ১লা নভেম্বর ইন্টেল
উপস্থাপন করে পি৬। এর নাম অন্য নাম পেন্টিয়াম প্রো।
- ১৯৯৭ খ্রিষ্টাব্দের ৮ই জানুয়ারি,
পেন্টিয়াম ৩ নামে নতুন প্রোসেসর বাজার জাত করে। ৭ই মে বাজারজাত করা হয়
পেন্টিয়াম ২।
- ১৯৯৮ খ্রিষ্টাব্দের ১৫ই এপ্রিল
পেন্টিয়াম ২-ভিত্তিক নতুন প্রোসেসর। এর নাম ছিল সেলেরোন। ২৯ জুন প্রকাশ করা হয়
পেন্টিয়াম ২ জেওন।
- ১৯৯৯ খ্রিষ্টব্দের ২৬ ফেব্রুয়ারি
বাজারজাত করা হয় পেন্টিয়াম ৩।
- ২০০০ খ্রিষ্টাব্দের পর,
ইন্টেল প্রোসেসরের চাহিদা হ্রাস পায়। কারণ এই সময়ে প্রোসেসরের চাহিদার একটি বড়
অংশ এএমডি কোম্পানি দখল করে নেয়। মার্চ মাসে ইন্টেল বাজারজাত করে পেন্টিয়াম
৩-ভিত্তিক সেলেরোন প্রোসেসর। এপ্রিল মাসে বাজারজাত করা হয় পেন্টিয়াম ৪।
- ২০০১ খ্রিষ্টাব্দে বাজারজাত করা হয়
ইটানিয়াম প্রোসেসর।
- ২০০২ খ্রিষ্টাব্দের জুলাই মাসে
বাজারজাত করা হয় ইটানিয়াম ২।
- ২০০৩ খ্রিষ্টাব্দের মার্চ মাসে
বাজারজাত করা হয় পেন্টিয়াম এম এবং সেলেরোন এম। আর পেন্টিয়াম ৪ইই পবাজারজাত করা
হয় সেপ্টেম্বর মাসে।
- ২০০০৪ খ্রিষ্টাব্দের মে মাসে বাজারজাত
করা হয় ডোথান প্রোসেসর। এছাড়াও বাজারজাত করা হয় পেন্টিয়াম ৪ই।
- ২০০৫ খ্রিষ্টাব্দে, ইন্টেলর সিইও পল
ওটেলিনি কোম্পানি ১০% কর্মী ছাঁটাই করে এবং কোম্পানি নতুন আঙ্গিকে সাজায়। ৬ই
জুন, এ্যপলের সিইও স্টিভ জবস ঘোষণা করেন যে, তাদের এ্যাপল পাওয়ারপিসিতে
ইন্টেলের এক্স৮৬ ব্যবহার করবে। ডোথান ৫৩৩। এছাড়া পেন্টিয়াম ৪এফ বাজারজাত করা হয়
ফেব্রুয়ারি মাসে ২০ তারিখে।
- ২০০৬ খ্রিষ্টাব্দে, ইন্টেল পেন্টিয়ামের
নতুন সংস্করণ পি৬ এবং নেটব্রাষ্ট পণ্য উৎপাদন করা শুরু করে। এক
বছর পরে এটা কোর মাইক্রোআর্কিটেকচার উন্মোচন করে বিস্তৃতভাবে। এই প্রোসেসরের
মাধ্যমে ইন্টেল তার শীর্ষ স্থান ফিরে পায়। এই বছরেই এ্যাপলে ইন্টেলের প্রোসেসর
ব্যবহৃত হয়।
জানুয়ারি মাসে বাজারজাত করা হয় ইন্টেল কোর প্রোসেসর এবং কোর ডুয়ো। আর মার্চ
মাসে বাজারজাত করা হয় ডুয়েল কোর। ২৭ জুলাই বাজারজাত করা হয় কোর ২ ডুয়ো, কোন্রে
এক্সই এবং মেরোম।
- ২০০৭ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে
ইন্টেল বাজারে ছাড়ে কোর ২ সলো। ২১শে জানুয়ারি বাজারজাত করে এ্যালেন্ডালে
প্রোসেসর। এই বছর ইন্টেল ইউরোপিয়ান কমিশন এন্টি-কম্পিটিটিভ প্রাকটিস করার
অভিযোগ আনে। জুলাই মাসে বাজারজাত করে কোর ২ এক্সট্রিম।
- ২০০৮ খ্রিষ্টাব্দে, ইন্টেল আরেকটি পেনরিন মাইক্রোআর্কিটেকচার বাজারে আনে, যেটাতে
৬৫এনএম এর জায়গায় ৪৫এনএম ব্যবহার করা হয়। ১৭ই নভেম্বর বাজারজাত করে কোর আই৭।
আগষ্ট মাসে বাজারজাত করে কোর ২ কোয়াড।
- ২০০৯ খ্রিষ্টাব্দে তারা বাজারে ছাড়ে
নিহালেম আর্কিটেকচার যাতে সিলিকনের আকার করা হয় ৩২এনএম প্রক্রিয়ায়। এটি বাজারে
সফলতার সাথে প্রবেশ করে এবং ইতিবাচক প্রভাব ফেলে। সেপ্টেম্বর মাসে বাজারজাত করে কোর
আই৭।
- ২০১০ খ্রিষ্টাব্দের ৭ জানুয়ারি
বাজারজাত করে কোর আই৩। এই মাসেই বাজারজাত করে কোর আই৫।
- ২০১৩ খ্রিষ্টাব্দেএর জুন পর্যন্ত
বাজারজাতকৃত প্রসেসর ছিল কোর আই৭ এক্সট্রিম এডুশান।
সূত্র :
http://www.intel.com/