রিও ডে লা প্লাটা ক্র্যাটন
ইংরেজি: Río de la Plata Craton

একটি ক্র্যাটন বিশেষ। এটি মূলত একটি মধ্যামকারের মহাদেশীয় ব্লক। এই ব্লকটি বর্তমান উরুগুয়ে, আর্জেন্টিনার দক্ষিণাঞ্চল এবং ব্রাজিলের পূর্বাঞ্চলের ভিত্তি তৈরি করেছে।
এর আয়তন প্রায় ২০,০০০ বর্গকিলোমিটার।

 

এর ভিতরে রয়েছে নানা ধরনের আর্কিয়ান ভিত্তিভূমি নির্ভর ব্লক। এই ব্লকগুলো জৈব বলয় দ্বারা আব্দ্ধ। এই ব্লকগুলোর উৎপত্তি ঘটেছিল ২৫০ থেকে ২০০ কোটি খ্রিষ্টাপূর্বাব্দের ভিতরে। এই ব্লকটি পূর্ণতা লাভ করেছিল ১০০ কোটি পূর্বাব্দে। এই সময় এই ক্র্যাটন ছিল রোডিনিয়া মহা-মহাদেশের দক্ষিণাঞ্চলে।

দক্ষিণ আমেরিকা পাঁচটি গুচ্ছবদ্ধ ক্র্যাটনের একটি। অপর চারটি ক্র্যাটন হলো- আমাজোনিয়া, সাঁও ফ্রান্সিসকো, রিও আপা এবং আরেকুইপা-আন্টাফাল্লা।

 

এই ক্র্যাটনের স্ফটিকপাথরগুলো তৈরি হয়েছিল ২২০-১৭০ কোটি পূর্বাব্দে।