সাঁও ফ্রান্সিস্কো ক্র্যাটন
ইংরেজি: São Francisco Craton

একটি ক্র্যাটন বিশেষ। বর্তমানে এই ক্র্যাটন দক্ষিণ আমেরিকা মহাদেশের ব্রাজিলের মিনাস গেরাইস এবং বাহিয়ার অন্তর্গত।

 

এর ভিতরে রয়েছে নানা ধরনের আর্কিয়ান ভিত্তিভূমি নির্ভর ব্লক। এই ব্লকগুলো জৈব বলয় দ্বারা আব্দ্ধ। এই ব্লকগুলোর উৎপত্তি ঘটেছিল ২৫০ থেকে ২০০ কোটি পূর্বাব্দের ভিতরে। এই ব্লকটি পূর্ণতা লাভ করেছিল ১০০ কোটি পূর্বাব্দে। এই সময় এই ক্র্যাটন ছিল রোডিনিয়া মহা-মহাদেশের দক্ষিঞ্চলে।