ইল্‌গার্ন ক্র্যাটন
Yilgarn Craton

আর্কিয়ন যুগের একটি ক্র্যাটন। একালের অস্ট্রেলিয়া মহাদেশের বিশাল অংশ এই ক্র্যাটনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। বর্তমান অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চল এই ক্র্যাটনের উপর অবস্থিত। বর্তমানে এর আয়তন প্রায় ৬,৫৭,০০০ বর্গকিলোমিটার।

৩২০-২৮০ কোটি খ্রিষ্টাব্দের ভিতরে এই ক্র্যাটনের ভিত্তি শিলাসমূহ একত্রিত হয়ে, বড় ধরনের ভূখণ্ডের সূচনা করেছিল। তবে এই ক্র্যাটনটি সুস্থির দশায় পৌঁছেছিল ২৯৪-২৬৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে।
এই শিলাসমূহের মধ্যে প্রধান উপদান হলো- গ্রানাইট, নাইস এবং গ্রিনস্টোন। অস্ট্রেলিয়ার বেশিরভাগ মূল্যবান খনিজদ্রব্য এই ক্র্যাটনে পাওয়া যায়। অস্ট্রেলিয়ার বেশিরভাগ স্বর্ণ এবং নিকেল এই অঞ্চল থেকে পাওয়া যায়।