টলান্টিক মহাসাগর

ইংরেজি: Atlantic ocean

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাসাগরএর আয়তন ১০,৬৪,০০,০০০ বর্গকিলোমিটার (৪,১১,০০,০০০  বর্গমাইল)। এটি ভূপৃষ্ঠের প্রায় এক পঞ্চমাংশ এলাকা জুড়ে রয়েছে। এই মহাসাগরের পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ অবস্থিত। উত্তরে উত্তর মহাসাগর এবং দক্ষিণে দক্ষিণ মহাসাগর।

এর ভৌগোলিক অবস্থান ০
° উত্তর ৩০° পশ্চিম।

এর প্রান্তীয় দেশসমূহের তালিকা
 

ইউরোপ মহাদেশের দেশসমূহ:
আইসল্যান্ড, আয়ারল্যান্ড, জার্মানি, ডেনমার্ক, নরওয়ে, নেদারল্যান্ডস, পর্তুগাল
ফ্যারো দ্বীপপুঞ্জ, ফ্রান্স, বেলজিয়াম, যুক্তরাজ্য, সুইডেন, স্পেন
  
আফ্রিক মহাদেশের দেশসমূহ:
অ্যাঙ্গোলা, কঙ্গো,   কঙ্গো প্রজাতন্ত্র, কেপ ভার্দ, কোত দিভোয়ার, ক্যামেরুন, গিনি (বিষুবীয়),  গাম্বিয়া,  গিনি (বিষুবীয়), গিনি-বিসাউ, গ্যাবন, ঘানা, টোগো, নাইজেরিয়া, নামিবিয়া, বেনিন,  মরক্কো, মৌরিতানিয়া, লাইবেরিয়া,  সিয়েরা লিওন, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, সেন্ট হেলেনা,

দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশসমূহ:
উরুগুয়ে, আর্জেন্টিনা,  কলম্বিয়া,  গায়ানা, চিলি, ব্রাজিল, ভেনেজুয়েলা, সুরিনাম

উত্তর ও মধ্য আমেরিকার দেশসমূহ
কানাডা, কিউবা, কোস্টারিকা, গুয়াতেমালা, জামাইকা, নিকারাগুয়া, পানামা, বারমুডা,  মেক্সিকো, যুক্তরাষ্ট্র, হন্ডুরাস, হাইতি