মহাসাগর
Ocean
মহাসাগর (অভিধান)
পৃথিবীর
উপরিতলের লবণাক্ত জলরাশির বিশাল স্থানিক নাম বিশেষ। উল্লেখ্য, পৃথিবীর উপরিতলের
প্রায় ৭১ ভাগ স্থান জুড়ে রয়েছে লবণাক্ত জলরাশি। ভৌগোলিক অবস্থানের সুবিধার জন্য এই
জলরাশিকে নানা নামে অভিহিত করা হয়। যেমন মহসাগর, সাগর, উপসাগর, প্রণালী ইত্যাদি। এর
ভিতরে বিশালতার বিচারে এই জলরাশিকে ৫টি ভাগে ভাগ করা হয়েছে। এই ভাগগুলো হলো-
প্রশান্ত মহাসাগর,
আট্লান্টিক মহাসাগর,
ভারত মহাসাগর, উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর।
মহাসাগরগুলোর প্রান্তদেশ জুড়ে মহাদেশীয় স্থলভাগ থাকলেও, কোনো মহাসাগরই ভূখণ্ড
দ্বারা আবদ্ধ নয়। এই বিচারে লবণাক্ত জলরাশি সম্মিলিতভাবে বিশ্বসাগরে তৈরি করেছে।
একটি সংক্ষিপ্ত সময়ের বিচারে মহাসাগরগুলোর একটি আয়তন নিরূপিত হলেও কাল বা যুগের
বিচারে মহাসাগরগুলোর সুনির্দিষ্ট আয়তন নেই। কারণে স্থলভাগগুলোর অবস্থান প্রতিনিয়ত
পরিবর্তিত হচ্ছে। এই সূত্রে মহাসাগরগুলোর আয়তনেরও পরিবর্তন ঘটছে।