প্রশান্ত মহাসাগর
Pacific Ocean
পৃথিবীর পাঁচটি মহাসাগরের
একটি হলো- প্রশান্ত মহাসাগর। এর অবস্থান
এশিয়া,
দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা এবং
অস্ট্রেলিয়া
মহাদেশের মধ্যবর্তী অংশে।
এর আয়তন ১৬,৫২,৫০,০০০ বর্গকিলোমিটার (৬,৩৮,০০,০০০ বর্গমাইল)।
মহাসাগরের
উপক্ষেত্রগুলি মোট জলভাগের উপরিতলের ৪৬ শতাংশ ও পৃথিবীর পৃষ্ঠতলের ৩২ শতাংশ অঞ্চল
জুড়ে অবস্থিত, যা পৃথিবীর একক স্থলভাগ ও জলভাগের ক্ষেত্রফলের তুলনায় বৃহত্তর তথা
১৪,৮০,০০,০০০ বর্গ কিলোমিটার।
এর গড় গভীরতা ৪,০০০ মিটার (১৩,০০০ ফুট)৷গের
পশ্চিমাঞ্চলে অবস্থিত
মারিয়ানা খাদের
চ্যালেঞ্জার ডিপ বিশ্বের গভীরতম বিন্দু, যার গভীরতা মোটামুটি ১০,৯২৮ মিটার
(৩৫,৮৫৩ ফুট)। দক্ষিণ গোলার্ধের গভীরতম বিন্দু টোঙ্গা খাতের
১০,৮২৩ মিটার (৩৫,৫০৯ ফুট) গভীর হরাইজন ডিপও প্রশান্ত মহাসাগরে অবস্থিত৷ পৃথিবীর
তৃতীয় গভীরতম বিন্দু সিরেনা ডিপও মারিয়ানা খাতে
অবস্থিত।
প্রশান্ত মহাসাগরে রয়েছে একাধিক বৃহত্তম প্রান্তিক সাগর। এগুলির মধ্যে উল্লেখযোগ্য কিছু সাগর হলো-
- অস্ট্রেলীয় ভূমধ্যসাগর ৯.০৮০ মিলিয়ন বর্গকিমি
- ফিলিপাইন সাগর - ৫.৬৯৫ মিলিয়ন বর্গকিমি
- কোরাল সাগর ৪.৭৯১ মিলিয়ন বর্গকিমি
- দক্ষিণ চীন সাগর ৩.৫ মিলিয়ন বর্গকিমি
- তাসমান সাগর ২.৩ মিলিয়ন বর্গকিমি
- বেরিং সাগর ২ মিলিয়ন বর্গকিমি
- ওখোৎস্ক সাগর ১.৫৮৩ মিলিয়ন বর্গকিমি
- আলাস্কা উপসাগর ১.৫৩৩ মিলিয়ন বর্গকিমি
- পূর্ব চীন সাগর ১.২৪৯ মিলিয়ন বর্গকিমি
- গ্রাউর সাগর ১.১৪ মিলিয়ন বর্গকিমি
- জাপান সাগর ৯৭৮,০০০ বর্গকিমি
- সলোমন সাগর ৭২০,০০০ বর্গকিমি
- বাণ্ডা সাগর ৬৯৫,০০০ বর্গকিমি
- আরাফুরা সাগর ৬৫০,০০০ বর্গকিমি
- তিমুর সাগর ৬১০,০০০ বর্গকিমি
- পীতসাগর ৩৮০,০০০ বর্গকিমি
- জাভা সাগর ৩২০,০০০ বর্গকিমি
- থাইল্যান্ড উপসাগর ৩২০,০০০ বর্গকিমি
- কারপেন্টারিয়া উপসাগর ৩০০,০০০ বর্গকিমি
- সুলাবেসি সাগর ২৮০,০০০ বর্গকিমি
- সুলু সাগর ২৬০,০০০ বর্গকিমি
- আনাদির উপসাগর ২০০,০০০ বর্গকিমি
- মালুকু সাগর ২০০,০০০ বর্গকিমি
- ক্যালিফোর্নিয়া উপসাগর ১৬০,০০০ বর্গকিমি
- টোংকিন উপসাগর ১২৬,২৫০ বর্গকিমি
- হালমাহিরা সাগর ৯৫,০০০ বর্গকিমি
- বোহাই উপসাগর ৭৮,০০০ বর্গকিমি
- বালি সাগর ৪৫,০০০ বর্গকিমি
- বিসমার্ক সাগর ৪০,০০০ বর্গকিমি
- সাভু সাগর - ৩৫,০০০ বর্গকিমি
সেটো
- অন্তর্দেশীয় সাগর ২৩,২০৩ বর্গকিমি
- সেরাম সাগর ১২,০০০ বর্গকিমি
সূত্র :