প্রশান্ত মহাসাগর
Pacific Ocean

পৃথিবীর পাঁচটি মহাসাগরের একটি হলো- প্রশান্ত মহাসাগর। এর অবস্থান এশিয়া, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যবর্তী অংশে।

এর আয়তন ১৬,৫২,৫০,০০০ বর্গকিলোমিটার (৬,৩৮,০০,০০০ বর্গমাইল)।  মহাসাগরের উপক্ষেত্রগুলি মোট জলভাগের উপরিতলের ৪৬ শতাংশ ও পৃথিবীর পৃষ্ঠতলের ৩২ শতাংশ অঞ্চল জুড়ে অবস্থিত, যা পৃথিবীর একক স্থলভাগ ও জলভাগের ক্ষেত্রফলের তুলনায় বৃহত্তর তথা ১৪,৮০,০০,০০০ বর্গ কিলোমিটার।

এর গড় গভীরতা ৪,০০০ মিটার (১৩,০০০ ফুট)৷গের পশ্চিমাঞ্চলে অবস্থিত মারিয়ানা খাদের চ্যালেঞ্জার ডিপ বিশ্বের গভীরতম বিন্দু, যার গভীরতা মোটামুটি ১০,৯২৮ মিটার (৩৫,৮৫৩ ফুট)। দক্ষিণ গোলার্ধের গভীরতম বিন্দু টোঙ্গা খাতের ১০,৮২৩ মিটার (৩৫,৫০৯ ফুট) গভীর হরাইজন ডিপও প্রশান্ত মহাসাগরে অবস্থিত৷ পৃথিবীর তৃতীয় গভীরতম বিন্দু সিরেনা ডিপও মারিয়ানা খাতে অবস্থিত।

প্রশান্ত মহাসাগরে রয়েছে একাধিক বৃহত্তম প্রান্তিক সাগর। এগুলির মধ্যে উল্লেখযোগ্য কিছু সাগর হলো-

সূত্র :