মারিয়ানা ভূখাদ
Mariana Trench

পশ্চিম প্রশান্ত মহাসাগরের অঞ্চলের তলদেশে অবস্থিত খাদ বিশেষ। এর পূর্বদিকে অবস্থিত মারিয়ান দ্বীপপুঞ্জ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এই খাদটি অবস্থিত।

এটি পৃথিবীর সাগর তলের সবচেয়ে গভীরতম খাদ। এর গভীরতম স্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১০,৯৯৪ মিটার (৩৬,০৭০ ফুট) গভীর। এই স্থানটিকে বলা হয় 'চ্যালেঞ্জার ডিপ'। যদি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টকে এই খাদে নামিয়ে দেওয়া যায়, তাহলে পুরো পর্বতশৃঙ্গটি এই খাদে ডুবে যাবে এবং তারপরে এর চূড়া থেকে পানির উপরিভাগ প্রায় ২ কিলোমিটার দূরে থাকবে। এই খাদের দ্বিতীয়ার চাঁদের মতো। এর গড় দৈর্ঘ্য ২,৫৫০ কিলিমিটার (১,৫৮০ মাইল), প্রস্থ ৬৯ কিলোলমিটার (৪৩ মাইল)। এর তলদেশে পানির চাপ প্রায় ১,০৮৬ বার (সমুদ্রপৃষ্ঠের ১০০০ গুণ বায়ুমণ্ডলীয় চাপের সমান)। এই চাপের কারণে এখানে পানির ঘনত্বও অনেক বেশি। এই অঞ্চলের ৯৭,২৭ লিটার পানি যদি সমুদ্রপৃষ্ঠে আনা যায়, তাহলে তার পরিমাণ হবে প্রায় ১০০ লিটার। পাত এবং মারিয়ান পাতের অভিসারী চলনে সৃষ্টি হয়েছে, পৃথিবীর গভীরতম খাদ মারিয়ানা ভূখাদ।

পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় পাত এবং মারিয়ান পাতের সংঘর্ষের কারণে, শিলাবিচ্যুতি ঘটে, মারিয়ান পাতটি  পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় পাতের নিচে চলে গেছে। এই বিচ্যুতির ফলে, সৃষ্টি হয়েছে মারিয়ানা গিরি খাদ। এই গিরিখাদের নিকটবর্তী পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় পাতের শিলার বয়স নির্ধারণ করা হয়েছে প্রায় ১৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।