ভারত মহাসাগর
ইংরেজি:
Indian ocean।
বিশ্বের তৃতীয় বৃহত্তম
মহাসাগর।
পৃথিবীর
মোট জলভাগের ২০ শতাংশ এই মহাসাগরে রয়েছে।
এই মহাসাগরের উত্তরে অবস্থিত ভারত উপমহাদেশের নামানুসারে, এই মহাসাগরের নামকরণ করা হয়েছে।
এই মহাসাগরের
ভৌগোলিক অবস্থান ২০০ দক্ষিণ ৮০০ পূর্ব। এর উত্তরে রয়েছে ভারত
উপমহাদেশ, পশ্চিমে
আফ্রিকা, পূর্বে ইন্দোচীন, সুন্দাদ্বীপপুঞ্জ ও অস্ট্রেলিয়া, আর দক্ষিণে রয়েছে
দক্ষিণ মহাসাগর। এর সাথে ২০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা
আটলান্টিক মহাসাগর আর ১৪৬°৫৫' পূর্ব দ্রাঘিমা প্রশান্ত মহাসাগরের সাথে যুক্ত
রয়েছে।
ভারত মহাসাগরের সর্ব-উত্তর অংশট পারশ্য উপসাগরের সাথে ৩০ ডিগ্রি অক্ষরেখায় মিলিত
হয়েছে। পারশ্য উপসাগর এবং
লোহিত সাগরকে এই মহাসাগরের বর্ধিত অংশ হিসেবে বিবেচনা করা হয়
এর দক্ষিণভাগের (আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত) প্রস্থ প্রায় ১০,০০০
কিলোমিটার (৬,২০০ মাইল)।
লোহিত সাগর ও পারশ্য উপসাগর-সহ এই মহাসাগরের মোট আয়তন ৭৩,৫৫৬,০০০ বর্গ কিলোমিটার
(২৮,৩৫০,০০০ বর্গ মাইল)।
এই মহাসাগরের প্রান্তীয় দেশ ও দ্বীপসমূহের তালিকা
ইন্দোনেশিয়া, ইয়েমেন, ইরাক, ইরান, ইরিত্রিয়া, ইস্রায়েল, ওমান, কাতার, কুয়েত, কেনিয়া, কোকোস দ্বীপপুঞ্জ, কোমোরোস, জর্দান, জিবুতি, তাঞ্জানিয়া, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, পূর্ব তিমুর, বাংলাদেশ, বাহরাইন, ভারত, মরিশাস, মাদাগাস্কার, মালদ্বীপ, মালয়েশিয়া, মিয়ানমার, মিশর, মোজাম্বিক, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, সুদান, সেশেল, সোমালিয়া, সোমালিল্যান্ড ও সৌদি আরব।