সৌদি আরবের পতাকা

সৌদি আরব
ইংরেজি
 Saudi Arabia
সরকারি নাম: 
 المملكة العربية السعودية‎, ( আল-মামলাকাতুল-আরাবীয়াতুস-সূঊদিয়া‎)

এশিয়া মধ্যপ্রাচ্যের একটি স্বাধীন রাষ্ট্র। এর রাজধানীর নাম রিয়াদ।

প্রাচীন পৃথিবীর আদি মানবগোষ্ঠী, আফ্রিকা থেকে এশিয়া ও ইউরোপে ছড়িয়ে পড়েছিল আরব ও তুরস্কের উপর দিয়ে। তাই এই অঞ্চলকে আদিম মানব গোষ্ঠীর আনোগোনার ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়। আরব উপদ্বীপের বৃহৎ একটি অংশ নিয়ে সৌদি আরব সাম্রাজ্য গঠিত হয়েছিল ১৯৩২ খ্রিষ্টাব্দে, আব্দুল আজিজ ইবনে সৌদ-এর নেতৃত্বে। 

ভৌগোলিক অবস্থান: ২৪°৩৯' উত্তর ৪৬°৪৬ ' পূর্ব।  এর উত্তর দিকে রয়েছে ইরাক ও জর্দান; উত্তরপূর্বে কুয়েত; পূর্বে কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ-পূর্বে ওমান এবং দক্ষিণে ইয়েমেন।

আয়তন:
২১,৫০,০০০ বর্গকিলোমিটার ।

জনসংখ্যা: ২০১৭ খ্রিষ্টাব্দের অনুমানিক হিসাব ৩,৩০,০০,০০০ ।

ভাষা: আরবি
ধর্ম: সুন্নি মুসলমান
মুদ্রা: সৌদি রিয়াল।

আরবে ইসলাম ধর্মের বিকাশ ঘটেছিল- হজরত মুহম্মদ (সাঃ) -এর মাধ্যমে। এই রাষ্ট্রের মক্কা নগরীতে রয়েছে কাবা ঘর। প্রতিবৎসর হজ পালনের জন্য সারা পৃথিবী থেকে সৌদি মক্কা নগরীতে আসে।

সৌদি আরবের উল্লেখযোগ্য প্রতিষ্ঠান ও স্থান সৌদি আরবের ফুটবল দল