সৌদি আরবের আন্তর্জাতিক ফুটবল দল

সৌদি আরবের মধ্যপ্রাচ্যের একটি অন্যতম জাতীয় ফুটবল দল। ১৯৫৬ খ্রিষ্টাব্দে সৌদি আরবে ফুটবল ফেডারেশান সৃষ্টি হয়। দীর্ঘদিন পর ১৯৮২ খ্রিষ্টাব্দে এশিয়ান কাপে অংশগ্রহণ করে। এবং এই বছরে এই দল ব্রোঞ্চ পদক করে। নিচে সৌদি আরব জাতীয় ফুটবল দলের আন্তর্জাতিক অংশগ্রহণ এবং ফলফল তুলে ধরা হলো।

বিশ্বকাপ ফুটবলে সৌদি আরব
সৌদি আরব বিশ্বকাপে প্রথম অংশগ্রহণ করে ১৯৯৪ খ্রিষ্টাব্দে। এই বছরে বেলজিয়ামকে ১-০ এবং মরক্কোকে ২-১ গোলে হারিয়ে এফ গ্রুপ থেকে প্রথম ১৬ দলে স্থান লাভ করে। এই গ্রুপের সুইডেনের সাথে ৩-১ ফলাফলে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। এই খেলায় দলটি ১২তম স্থান লাভ করেছিল।

১৯৯৮ খ্রিষ্টাব্দের বিশ্বকাপে দলটি প্রথম রাউন্ড থেকে বাদ পরে যায়।

দল ই: ফ্রান্স, ডেনমার্ক, দক্ষিণ আফ্রিকা ও সৌদি আরব

দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
ফ্রান্স +৮ নকআউট
পর্বে উন্নীত হয় নি
ডেনমার্ক +০
দক্ষিণ আফ্রিকা -৩  
সৌদি আরব -৫


২০০২ খ্রিষ্টাব্দের বিশ্বকাপে দলটি শোচনীয়ভাবে প্রথম রাউন্ড থেকে বাদ পরে যায়।

দল ই: জার্মানি, আয়ারল্যান্ড, ক্যামেরুন ও সৌদি আরব

দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
জার্মানি ১১ +১০ নকআউট
পর্বে উন্নীত হয় নি
আয়ারল্যান্ড +৩
ক্যামেরুন -১  
সৌদি আরব ১২ -১২


২০০৬ খ্রিষ্টাব্দের বিশ্বকাপে দলটি আগের বছরের চেয়ে অপেক্ষাকৃত ভালো করলেও- প্রথম রাউণ্ডে সব খেলায় হেরে বাদ পড়ে যায়।

দল ই: স্পেন, ইউক্রেন, তিউনেশিয়া ও সৌদি আরব

দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
স্পেন +৭ নকআউট
পর্বে উন্নীত
ইউক্রেন +১
তিউনেশিয়া -৩  
সৌদি আরব -৫


২০১০ ও ২০১৪ খ্রিষ্টাব্দের বিশ্বকাপে দলটি বাদ পড়ে।
২০১৮ খ্রিষ্টাব্দে দলটি বিশ্বকাপে অংশগ্রহণ করে। এই বিশ্বকাপে সৌদি আরব গ্রুপ এ-এতে ছিল। এই বিশ্বকাপের উদ্বোধনী খেলায় সৌদি আরব স্বাগতিক দেশ রাশিয়ার মুখোমুখী হয়েছিল। গ্রুপ পর্যায়ের খেলার ফলাফল ছিল-

গ্রুপের খেলা শেষে সৌদি আরব পয়েন্ট তালিকায় তৃতীয় স্থান লাভ করে, শেষ ১৬তে উত্তীর্ণ হতে ব্যর্থ হয়।  নিচে এর পয়েন্ট তালিকা দেখানো হলো।

দল এ: রাশিয়া, উরুগুয়ে, মিশর সৌদি আরব।  
দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
উরুগুয়ে +৫ ১ম: উরুগুয়
২য়: রাশিয়
রাশিয় +৪
সৌদি আরব -৫  
মিশর -৪