আরাফাত
আরবি
عرفة
বাংলা
আরাফাত। সাধারণভাবে একে বলা হয় আরাফাত ময়দান।
সৌদী আরবের মক্কা নগরীর ১৩-১৪ কিলোমিটার পূর্বে তিন দিক
পরিবেষ্টিত পাদদেশে অবস্থিত একটি সমতল অঞ্চল। এ ময়দানের দক্ষিণ পাশ ঘেঁষে রয়েছে মক্কা-হাদাহ-তায়েফ রিং
সড়ক
।
এ রোডের দক্ষিণ পাশেই আবেদি উপত্যকায় মক্কার ঐতিহাসিক ‘উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়’ অবস্থিত।
জিলহজ মাসের ৯ তারিখকে
বলা হয় পবিত্র আরাফাতের দিন। এই দিন হাজীরা দিন হজযাত্রীরা মিনা থেকে এখানে উপস্থিত হন। আর আরাফাতের মাঠে অবস্থানকে
বলা হয় হজের মূল অংশ। এখানে খুতবা পড়া হয় এবং যোহর ও আসরের নামাজ একত্রে পড়া হয়। সন্ধ্যায় হজযাত্রীরা আরাফাত ছেড়ে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হন।