কুবা মসজিদ (মদিনা, সৌদি আরব)
আরবি : مسجد قباء
অপরাপর নাম : মাজিদ আল-কুবা।
ইসলাম ধর্ম প্রচারের শুরতে স্থাপিত এই মসজিদকে ইসলামের প্রথম মসজিদ বলা হয়। এই মসজিদটি সৌদি আরবের মদিনা নগরে নিকটবর্তী কুবা-তে অবস্থিত। কুবা নামক স্থানের নামানুসারে একে কুবা মসজিদ বলা হয়। এর ভৌগলিক অবস্থান :24°26′21″N 39°37′02″E।
ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহম্মদ (সাঃ), এই মসজিদ-এর ভিত্তি স্থাপন করেছিলেন। উল্লেখ্য ইসলাম ধর্ম প্রচারের শুরু দিকে, বিধর্মীদের অত্যাচারের কারণে মুসলমানরা ধীরে ধীরে মক্কা থেকে মদিনায় চলে যান। এক সময় এরা নবীকে হত্যার পরিকল্পনা গ্রহণ করলে, নবী আবু বকর সিদ্দিকী (রাঃ)-কে সাথে নিয়ে মদিনা যাওয়ার জন্য মক্কা ত্যাগ করেন। ৬২২ খ্রিষ্টাব্দের ২২ সেপ্টেম্বর এঁরা মদিনার নিকটবর্তী কুবা নামক স্থানে উপস্থিত হন। এই সময় হজরত মুহম্মদ (সাঃ) কুবাতে এই মসজিদ-এর ভিত্তি স্থাপন করেন।
বিংশ শতাব্দীতে আব্দেল ওয়াহেদ এল ওয়াকিলের নেতৃত্বে আরবের পুরানো মসজিদগুলোর সংস্কার করার উদ্যোগ গ্রহণ করা হয়। এই সূত্রে কুবা মসজিদেরও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এই মসজিদটি এতটা জরাজীর্ণ দশায় পৌঁছেছিল যে, সংস্কার করাটাই দুঃসাধ্য হয়ে পড়েছিল। এই কারণে মসজিদটিকে নতুন করে তৈরি করা হয়। এই নতুন পরিকল্পনায় মসজিদটি তৈরি হয় ১৯৮৬ খ্রিষ্টাব্দে। এই সময় পুরো মসজিদে সাদা ব্যাসল্ট পাথর ব্যবহার করা হয়।
মসজিদটি দোতলা এবং আয়তাকার। এর ছাদে ১টি বড় গম্বুজ এবং ৫টি অপেক্ষাকৃত ছোটো গম্বুজ রয়েছে। এছাড়া ছদের অন্য অংশে আছে গন্বুজের মতো ছোটো ছোটো অনেক অবয়ব। এর মিনারের সংখ্যা চারটি । নতুন এই মসজিদ চত্বরে নামাজ পড়ার জন্য ব্যবহৃত হয়। এর অন্য অংশে রয়েছে আবাসিক এলাকা, অফিস, অজুখানা, দোকান ও গ্রন্থাগার। এতে মহিলাদের নামাজের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। মসজিদ-এর চারদিকে সুবজ পাম গাছের বলয় রয়েছে।পবিত্র হজ ও ওমরাহ পালনকালে এই মসজিদ-এ নফল নামাজ আদায় করা হয়।
সূত্র :
http://www.hajinformation.com/main/h2022.htm
http://archnet.org/library/sites/one-site.jsp?site_id=731
http://en.wikipedia.org/wiki/Quba_Mosque