মহাসাগর
বানান বিশ্লেষণ: ম্+অ+হ্+আ+স্+আ+গ্+অ+র্+অ
উচ্চারণ:
mɔ..ɦa.ʃa.gor (ম.হা.শা.গোর্)
শব্দ-উৎস: সংস্কৃত মহাসাগর>বাংলা মহাসাগর
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: মহান যে সাগর/ কর্মধারয় সমাস
পদ: বিশেষ্য
অর্থ: প্রকাণ্ড ও লবণযুক্ত বিপুল জলরাশি যা পৃথিবীকে বেষ্টন করে আছে। বিশালতার বিচারে পৃথিবীর সমগ্র জলরাশিকে ৫টি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো- প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর। [বিস্তারিত: মহাসাগর (বিশ্বকোষ)]
সূত্র: