সাগর
বানান বিশ্লেষণ: স্+আ+গ্+অ+র্+অ
উচ্চারণ:
ʃa.gor (শা.গোর্)
শব্দ-উৎস: সংস্কৃত সাগর> বাংলা সাগর
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: সগর (হিন্দু পৌরাণিক রাজা) + অ (অণ্)
পদ: বিশেষ্য অর্থ: প্রকাণ্ড ও লবণযুক্ত বিপুল জলরাশি, যা মহাসাগরের অংশ এবং যার আংশিক ভূখণ্ডের দ্বারা আবদ্ধ দশার সৃষ্টি করে। [বিস্তারিত: সাগর (বিশ্বকোষ)]
সূত্র: