সাগর
sea

বিপুল লবাণক্ত জলরাশি'র একটি সাধারণ নাম। অধিকাংশ সাগর কোনো মহাসাগরের সাথে যুক্ত থাকে। তবে কোনো কোনো সাগর ভূবেষ্টিত হতে পারে। যেমন কাস্পিয়ান সাগর। অনেক সময় সাগর এবং মহাসাগর সমার্থ হিসাবে উল্লেখ করা হয়। যেমন আর্কেটিক মহাসাগরকে আর্কেটিক সাগরও বলা হয়।

সাগরের তালিকা
আড্রিয়াটিক সাগর
কাস্পিয়ান সাগর
বঙ্গোপসাগর
ভূমধ্যসাগর