কৃষ্ণসাগর
Black Sea

এটি মধ্য এশিয়ার একটি ভূবেষ্টিত সাগর। এর দক্ষিণে পন্টিক পর্বতমালা, পূর্বে ককেসাস পর্বতমালা, উত্তরে ক্রিমিয়ান পর্বতমালা,দক্ষিণ-পশ্চিমে স্ট্রান্ডঝা পর্বত,পশ্চিমে বালকান পর্বতমালা, উত্তর-পশ্চিমে ডোব্রোজিয়া মালভূমি দ্বারা ঘিরে আছে। দেশের বিচারে এর পূর্ব-পশ্চিমে উপবৃত্তাকারে বুলগেরিয়া, জর্জিয়া, রোমানিয়া, রাশিয়া, তুরস্ক, এবং ইউক্রেনের মাঝে বিস্তৃত।

এটি বসফোরাস প্রণালীর মাধ্যমে কৃষ্ণসাগরের সাথে মারমার সাগর যুক্ত হয়েছে। মার্মার সাগরের সাথে দার্দানেলাস প্রণালী দ্বারা যুক্ত হয়েছ অজিয়ন সাগর এর মাধ্যমে শেষ পর্যন্ত এই সাগর ভূমধ্যসাগরের সাথে যুক্ত হয়েছে। ভূমধ্যসাগরের পশ্চিমদিক বরাবর জিব্রাল্টার প্রণালী দ্বারা আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত হয়েছে। এই সাগর থেকে প্রতি বছরে গড়ে প্রায় ৩০০ঘন কিমি (৭২ঘন মাইল) পানি বসফরাস প্রণালী ও দারদানেলাস প্রণালীর মাধ্যমে এজিয়ান সাগরে নির্গমন হয়।

কৃষ্ণসাগরের আয়তন ৪,৩৬,৪০০ বর্গকিমি (১,৬৮,৫০০ বর্গমাইল)। এর সর্বোচ্চ গভীরতা ২,২১২ মি (৭,২৫৭ ফু)। এই সাগরের পানির আয়তন ৫,৪৭,০০০ ঘনকিমি (১,৩১,০০০ ঘনমাইল)। এর সর্বোচ্চ ব্যাপ্তি হলো দক্ষিণ থেকে পূর্বে ১,১৭৫ কিমি (৭৩০ মা)।

এই সাগরের তীরে অবস্থিত ওডেসা,সেভাস্টোপোল,সামসুন, ইস্তানবুলের মতো নানা গুরুত্বপূর্ণ শহর আছে।