উপগ্রহ থেকে তোলা ভূমধ্যসাগরের ছবি |
ভূমধ্যসাগর
ইংরেজি: Mediterranean Sea [ল্যাটিন
medius
(মধ্যবর্তী) ও terra
(ভূখণ্ড) শব্দদ্বয়ের সমন্বয়ে সৃষ্ট শব্দ
mediterraneus
(ভূখণ্ড-মধ্যবর্তী)।
ভৌগোলিক অবস্থান : ৩৫° উত্তর ১৮°পূর্ব।
এটি প্রায় ভূখণ্ড দ্বারা বেষ্টিত একটি সাগর। এর উত্তরে ইউরোপ ও
এশিয়া মাইনর,
দক্ষিণে আফ্রিকা অবস্থিত। এটি
জিব্রাল্টার প্রণালী দ্বারা আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত।
ভূমধ্যসাগরের আয়তন প্রায় ২৫ লক্ষ বর্গকিলোমিটার (৯,৬৫,০০০ বর্গমাইল)। কিন্তু
জিব্রাল্টার প্রণালী দ্বারা আটলান্টিকের প্রধান জলভাগের সঙ্গে সংযুক্ত স্থানে এটি
মাত্র ১৪ কিলোমিটার (৮.৭ মাইল) প্রশস্ত। এর গড় গভীরতা ১৫০০ মিটার (৪৯০০ ফুট)। এর
গভীরততম স্থান ৫,২৬৭ মিটার (১৭,২৮০ ফুট)।
উপগ্রহ থেকে তোলা ভূমধ্যসাগরের ছবি। এই সাগর সংলগ্ন দেশসমূহের অবস্থান দেখানো হয়েছে |
এই সাগর পশ্চিমদিক বরাবর
জিব্রাল্টার প্রণালী
দ্বারা আটলান্টিক মহাসাগরের সাথে
যুক্ত হয়েছে। অন্যদিকে এই সাগরের অংশ হিসেবে পরিচিত অজিয়ন সাগর দার্দানেলাস প্রণালী
দ্বারা মার্মার সাগরের সাথে যুক্ত হয়েছে। উল্লেখ্য মার্মার সাগর আবার বসফোরাস
প্রণালী দ্বারা
কৃষ্ণসাগরে
সাথে যুক্ত হয়েছে।
এই সাগরের পশ্চিম-পূর্ব উপকূল বরাবর রয়েছে
স্পেন,
ফ্রান্স, ইতালি, স্লোভেনিয়া,
ক্রোয়েশিয়া, বসনিয়া এবং হার্জেগোভিনা, মোনাকো, মোন্টেনেগো, আলবেনিয়া, গ্রিস এবং
তুরস্ক।
উত্তর থেকে দক্ষিণ উপকূল বরাবর রয়েছে- সিরিয়া, লেবানন, ইস্রায়েল। পশ্চিম থেকে পূর্ব
উপকূল বরাবর রয়েছে মোরোক্কো, আলজেরিয়া, তিউনেশিয়া, লিবিয়া, মিশর।
এই সাগরের প্রধান দ্বীপদেশ হলো- মাল্টা, সাইপ্রাস, উত্তর সাইপ্রাস।