জিব্রাল্টার প্রণালী
ইংরেজি : Strait of
Gibraltar।
ভৌগোলিক স্থানাঙ্ক :
৩৫°৫৮′১৮″উত্তর
৫°২৯′০৯
পশ্চিম″।
জিব্রাল্টার প্রণালী।
ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী সংযোজক জলপথ। জিব্রাল্টার
প্রণালী দিয়ে অনবরত আটলান্টিক মহাসাগর থেকে পানি ভূমধ্যসাগরে প্রবেশ করছে এবং
পশ্চিমমুখী একটি অন্তঃপ্রবাহ ভূমধ্যসাগরের লবণাক্ত পানি আটলান্টিক মহাসাগরে বয়ে
নিয়ে যাচ্ছে। এই প্রণালী ইউরোপের জিব্রাল্টার ও
স্পেন থেকে আফ্রিকার মরক্কোকে পৃথক
করেছে।
গ্রিক পুরাণ মতে- গ্রিক বীর হেরাক্লেজ তাঁর দশম অভিযানে- [হেরাক্লেজের
দশম অভিযান (গেরিয়োনের গবাদি পশু আনয়ন)]
টার্টেসাস-এ এসে তিনি পর্বত উৎপাটন করে দুটি স্তম্ভ তৈরি করেন। এই স্তম্ভ দুটি
হেরাক্লেজ-এর স্তম্ভ নামে পরিচিত। এ কাজটি করেছিলেন পথের বাধা দূর করে সহজে
গন্তব্যস্থলে পৌঁছার জন্য। এর উত্তরের পাহাড়টির নাম
Rock of Gibraltar।
দক্ষিণের পাহাড়টির নাম
Monte Hacho।
আফ্রিকা ও ইউরোপের মাঝামাঝি এই এলাকাটি ঐতিহাসিকভাবে অনেক আগে থেকেই আক্রমণ ও প্রতিরক্ষার কৌশলে গুরুত্বপূর্ণ ছিল। ৭১১ খ্রিষ্টাব্দে আরব সেনাপতি তারিক জিব্রাল্টার পাহাড়টি দখল করেন। এখানেই ঘাটি করে আক্রমণ চালান স্পেনের অন্যান্য এলাকায়। তার নাম থেকেই নাম থেকেই ‘জেবেল আল তারিক’ বা 'তারিকের পাহাড়' নামকরণ করা হয়। এই নামটি পরিবর্তিত হয়ে জিব্রাল্টার নামধারণ করেছে।
প্রণালীটি ৬০ কিলোমিটার দীর্ঘ। এই প্রণালীর সঙ্কীর্ণতম স্থানের দূরত্ব ৭.৭ নটিক্যাল মাইল (১৪.৩ কিলোমিটার)। এর গভীরতা মোটামুটি ভাবে ৩০০ থেকে ৯০০ মিটারের মধ্যে।
এই প্রণালীর উত্তর দিকে স্পেন এবং ব্রিটিশ শাসিত জিব্রাল্টার। আর দক্ষিণাংশে রয়েছে আফ্রিকার মরক্কো এবং সেউটা নামক স্প্যানিশ অঞ্চল।