আড্রিয়াটিক সাগর
ইংরেজি:
Mediterranean Sea [ল্যাটিন
medius (মধ্যবর্তী) ও terra (ভূখণ্ড) শব্দদ্বয়ের সমন্বয়ে সৃষ্ট শব্দ  mediterraneus (ভূখণ্ড-মধ্যবর্তী)।
ভৌগোলিক অবস্থান : ৩৫
° উত্তর ১৮°পূর্ব।

এর প্রাচীন নাম
Adria বা Mare Adriaticum। এটি ভূমধ্যসাগর-এর একটি বাহু। এর মোট আয়তন ১,৩২,০০০ বর্গকিলোমিটার।

এই বাহুটি
দক্ষিণ ইউরোপে  ইতালির পূর্ব উপকূল ও বলকান উপদ্বীপের পশ্চিম উপকূলের মধ্যভাগে অবস্থিত। এর উত্তরে  ভেনিস উপসাগর এবং দক্ষিণে ম্যানফ্রোদিনয়া উপসাগর। এর দক্ষিণ প্রান্তে ওত্রান্তো প্রণালী অবস্থিত। এই প্রণালীর মাধ্যমে এই সাগরটি আয়োনীয় সাগরের সাথে যুক্ত হয়েছে।

উপগ্রহ থেকে তোলা ভূমধ্যসাগরের ছবি। এই সাগর সংলগ্ন দেশসমূহের অবস্থান দেখানো হয়েছে

এর পশ্চিম উপকূলটি তুলনামূলকভাবে নিচু। এই কারণে এই অংশে পোতাশ্রয়ের পরিমাণ বেশকম। এর উত্তরের উপকূল গভীরতা বেশি এবং একটি লেগুনে পরিণত হয়েছে। এর পূর্বের আলবেনিয়া সংলগ্ন উপকূলের পাড় বেশ খাড়া ও পাহাড়ি। এই উপকূলে প্রচুর ডুবন্ত শিলা রয়েছে। শীতকালে উত্তর-পূর্ব দিক থেকে বোরা নামের ঝোড়ো হাওয়া প্রবাহিত হয়। ফলে শীতকালে পূর্বের উপকূল জাহাজ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ।

এর বসনিয়া ও হার্জেগোভিনা এবং ক্রোয়েশিয়ার উপকূলের কাছে রয়েছে বহু দ্বীপ রয়েছে। আড্রিয়াটিক সাগরের প্রধান বন্দরগুলির মধ্যে আছে ত্রিয়েস্তে, ভেনিস, আঙ্কোনা, বারি এবং ব্রিন্দিসি। আড্রিয়াটিক সাগরের মৎস্যশিল্প উচ্চ উৎপাদনশীল।


সূত্রঃ
https://en.wikipedia.org/wiki/Mediterranean_Sea

 আড্রিয়াটিক সাগর

 উ