আড্রিয়াটিক
সাগর
ইংরেজি: Mediterranean Sea [ল্যাটিন
উপগ্রহ থেকে তোলা ভূমধ্যসাগরের ছবি। এই সাগর সংলগ্ন দেশসমূহের অবস্থান দেখানো হয়েছে |
এর পশ্চিম
উপকূলটি তুলনামূলকভাবে নিচু। এই কারণে এই অংশে পোতাশ্রয়ের পরিমাণ বেশকম। এর
উত্তরের উপকূল গভীরতা বেশি এবং একটি লেগুনে পরিণত হয়েছে। এর পূর্বের
আলবেনিয়া সংলগ্ন উপকূলের পাড় বেশ খাড়া ও পাহাড়ি। এই উপকূলে প্রচুর ডুবন্ত
শিলা রয়েছে। শীতকালে উত্তর-পূর্ব দিক থেকে বোরা নামের ঝোড়ো হাওয়া প্রবাহিত হয়।
ফলে শীতকালে পূর্বের উপকূল জাহাজ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ।
এর বসনিয়া ও হার্জেগোভিনা এবং ক্রোয়েশিয়ার উপকূলের কাছে রয়েছে বহু দ্বীপ রয়েছে।
আড্রিয়াটিক সাগরের প্রধান বন্দরগুলির মধ্যে আছে ত্রিয়েস্তে, ভেনিস, আঙ্কোনা, বারি
এবং ব্রিন্দিসি। আড্রিয়াটিক সাগরের মৎস্যশিল্প উচ্চ উৎপাদনশীল।
সূত্রঃ
https://en.wikipedia.org/wiki/Mediterranean_Sea
আড্রিয়াটিক সাগর
উ