অবতর্
ক্রিয়ামূল (নামধাতু)। সংস্কৃত অবতর শব্দ থেকে উৎপন্ন অকর্মক ক্রিয়াপদ মধ্যযুগীয় বাংলা কবিতায় ব্যবহৃত হয়েছে এর ভাবগত অর্থ- নেমে আসা।

সংস্কৃত तर (অবতর)= অব-তৄ (গমন করা)>প্রাকৃত অব-ওঅর>বাংলা অব-তর >অবতর 
          ভূমিতে নেমে আসা (সদয়া ত্রিদশ ঈশ্বরী.. পতিত তারিতে অবতরি)।
          আবির্ভূত হওয়া বা দৃষ্টিগোচর হওয়া (অবতরি (পাঠান্তর) কারাগারে...চণ্ডিকা হইল লজ্জাবতী)
          দেবতাদের মানুষ রূপে জন্ম লাভ করা (ঐছে অবতরে কৃষ্ণ/চৈতন্যচরিতামৃত
সূত্র : বঙ্গীয় শব্দকোষ হরিচরণ বন্দ্যোপাধ্যায়
।)