আহ্বান
নাম ধাতু।
√হ্বে
(আহ্বান করা) +অন্
(ল্যুট)
=আহ্বান>√আহ্বান
এর ভাবগত অর্থ হলো–আহ্বান করা।।
বাংলা কাব্যে এই ধাতু থেকে উত্পন্ন সকর্মক ক্রিয়াপদ বাংলা কবিতায় ব্যবহার হয়েছে।
যেমন−
ধর্ম সাক্ষী করি আমি আহ্বানি তোমারে/মেঘনাদবধ কাব্য। মাইকেল মধুসূদন।