অজ্
সংস্কৃত
ক্রিয়ামূল। বিভিন্ন ভাবগত অর্থে এই ক্রিয়ামূল ব্যবহৃত হয়। যেমন−
১. ভাবগত অর্থ হলো− গমন করা। এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন বিশেষ্য পদ বাংলাতে ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু ক্রিয়াপদের কোন ব্যবহার দেখা যায় না।
Öঅজ্ (গমন করা) + অ (অচ্) =অজ (ছাগল)।এই ধাতুজাত ণিজন্ত ধাতু Öআজি। দেখুন : আজি।
২. ভাবগত অর্থ হলো− প্রাপ্ত হওয়া। এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন বিশেষ্য পদ বাংলাতে ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু ক্রিয়াপদের কোন ব্যবহার দেখা যায় না।
Öঅজ্ (প্রাপ্ত হওয়া) + ইন্ (ইনন্) =অজিন (ছাগলের চামড়া)।