অম্
১.
সংস্কৃত
ক্রিয়ামূল।
এর ভাবগত অর্থ হলো– রুগ্ন
হওয়া,
গতি, নির্গত হওয়া।
এই
ক্রিয়ামূলের সাথে যে সকল
প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়,
তার ভিতরে যে সকল শব্দ বাংলা
ভাষায় ব্যবহৃত হয়–
তার তালিকা দেওয়া হলো।
এই ধাতু থেকে উৎপন্ন পদগুলো
হল-
রুগ্ণ হওয়া অর্থে-
√অম্
(রুগ্ণ হওয়া) +স =অংস (কাঁধ)।
গমন করা
বা
নির্গত হওয়া হওয়া
অর্থে।
√অম্
(গতি)
+ইষ্
(টিষচ্)=আমিষ
√অম্
(গতি)
+ত
(তন্)=অন্ত
√অম্
(গতি)
+ড=অণ্ড
২.
এটি সংস্কৃত কৃৎ-প্রত্যয়।
এই প্রত্যয় যে সকল ক্রিয়ামূলের
সাথে যুক্ত হয়ে, বিভিন্ন পদ তৈরি করে তার তালিকা দেওয়া হলো-
√কর্দ্
(কুৎসিৎ শব্দ করা) +অম=কর্দম