ত
(তন্)
সংস্কৃত
কৃৎ প্রত্যয়।
এই প্রত্যয় যুক্ত
হওয়ার নির্দেশ বিভিন্ন গ্রন্থে বিভিন্নভাবে দেখা যায়। যেমন-
১.
'তন্' ব্যাকরণ কৌমুদী/ঈশ্বরচন্দ্র
বিদ্যাসাগর।
২. ত (তন্) বঙ্গীয়
শব্দকোষ/হরিচরণ বন্দ্যোপাধ্যায়, বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান,
৩. 'তন'
সরল বাঙ্গালা ভাষার
অভিধান/সুবলচন্দ্র মিত্র।
৪. ত-
বাঙ্গালা ভাষার
অভিধান-জ্ঞানেন্দ্রমোহন দাস।
মূলত এই প্রত্যয়টির
মূলরূপ তন্।
এই প্রত্যয়ের 'ন' ইৎ হয়, এবং 'ত'
ধ্বনি বজায় থাকে। এই প্রত্যয় যুক্ত হওয়ার ক্ষেত্রে যে সকল বিধি অনুসৃত হয়, তা
হল-
১। সংস্কৃতিতে
এই প্রত্যয়ান্ত পদের শেষে বিসর্গ যুক্ত হয়। যেমন−
অন্তঃ, হস্তঃ, গর্তঃ,
√ দম্ (দমন করা) +ত (তন্)=দন্তঃ
২। কিছু শব্দে এর ব্যতিক্রম দেখা যায়। যেমন− সপ্তন্>সপ্ত