অন্ত
বানান বিশ্লেষণ : অ+ন্+ত্+অ।
উচ্চারণ:
ɔn.t̪oʱ (অন্.তো)

অ-এর পরবর্তী ন্ত বিভাজিত হয়ে ন্.ত তৈরি করে। অ-এর সাথে ন্‌.ত-এর ন্ যুক্ত হয়ে অন্ ধ্বনি তৈরি করে।
অবশিষ্ট ত ধ্বনি ওকারন্ত হয়।

শব্দ-উৎস: সংস্কৃত न्त ন্ত>বাংলা ন্ত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অম্ (গতি) + ত (তন্)
পদ : বিশেষ্য

১. ঊর্ধ্বক্রমবাচকতা { | কালবিন্দু | পরিমা | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}
অর্থ:  যা সময়ের বিচারে যা শেষ হয়েছে বা সময়ে বাঁধা কোনো বিষয়ে অবসান।
সমার্থক শব্দাবলি: অন্ত, শেষ, অবসান।
উদা্হরণ: দিনান্ত, নিশান্ত, মাসান্ত।
ইংরেজি:
end, ending

২.
উর্ধ্বক্রমবাচকতা {
| সমাপ্তি | ঘটনা | ঘটিত বিষয় | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
অর্থ: সংঘটিত কোনো বিষয়ের শেষাংশ।
সমার্থক শব্দাবলি: অন্ত, শেষাংশ।
উদাহরণ: বিয়োগান্ত নাটক (যে নাটকের শেষ হয় বিয়োগ বা বিচ্ছেদের ঘটনা দিয়ে) ।
ইংরেজি:
ending, conclusion, finish

৩. উর্ধ্বক্রমবাচকতা { | সীমানা | অঞ্চল | অবস্থান | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা  |}
অর্থ: কোনো স্থানের শেষাংশ।
সমার্থক শব্দাবলি: অন্ত, প্রান্ত, সীমা।
উদাহরণ : গ্রামান্ত, পথ-প্রান্ত।
ইংরেজি:
end

৪. উর্ধ্বক্রমবাচকতা { | দশা | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
অর্থ: যার ভিতর দিয়ে কোনো কিছুর চলমান অস্তিত্বের বিনাশ হয়।
সমার্থক শব্দাবলি: অন্ত মৃত্য, বিনাশ, লয়।
উদাহরণ: জীবনান্ত, প্রাণান্ত।
ইংরেজি:
end, destruction, death

৫. ঊর্ধ্বক্রমবাচকতা { | সুনির্দিষ্ট স্থান | অবস্থান | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: দুটি স্থানের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে, উভয় অংশের সুনির্দিষ্ট অবস্থান-বিন্দু। যে অবস্থান বিন্দু থেকে পরস্পরের মধ্যবর্তী অবস্থান নির্ণয় করা হয়। যেমন টেলিফোনের দুই প্রান্তে দুইজন বসে কথা বলছিল।
সমার্থক শব্দাবলি:
অন্ত, প্রান্ত।