আমন্ত্র
নামধাতু। সংস্কৃত আমন্ত্র শব্দটি ক্রিয়ামূল হিসেবে ব্যবহৃত হয়।
   
আ- মন্ত্র্ (মন্ত্রণা করা) +অ (অচ্)=আমন্ত্র>আমন্ত্র

এর ভাবগত অর্থ হলো- আমন্ত্রণ করা
এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন সকর্মক ক্রিয়াপদ বাংলাতে ব্যবহৃত হয়যেমন যজ্ঞে আমন্ত্রিল/মহাভারতবিজয়পণ্ডিত


সূত্র : বঙ্গীয় শব্দকোষহরিচরণ বন্দ্যোপাধ্যায়।