আন্
ক্রিয়াপদ উৎপাদক ক্রিয়ামূল।
উৎস: আ-
সংস্কৃত নী  (আনয়ন করা)>প্রাকৃত আণ>বাংলা আন্
গণ:
ব্যঞ্জনান্ত ৩:  আঁক গণ
এর ভাবগত অর্থ হলো-
আনয়ন করা এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন সকর্মক ক্রিয়া বাংলাতে ব্যবহৃত হয় নিচে এই ধাতু থেকে উৎপন্ন ক্রিয়াপদের তালিকা তুলে ধরা হলো

চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ  আনে  আনেন  আনেন আঁন আঁন্,  আনিস  আনি
ঘটমান  আনছে  আনছেন  আনছেন  আনছ  আনছিস  আনছি
পুরাঘটিত এনেছে এনেছেন এনেছেন এনেছ এনেছিস এনেছি
অনুজ্ঞা আনুক আনুন আনুন আনো আঁন্  
অতীত সাধারণ  আনল  আনলেন  আনলেন  আনলে  আনলি  আনলাম
নিত্যবৃত্ত  আনত  আনতেন  আনতেন  আনতে  আনতি  আনতাম
ঘটমান  আনছিল  আনছিলেন  আনছিলেন  আনছিলে  আনছিলি  আনছিলাম
পুরাঘটিত এনেছিল এনেছিলেন এনেছিলেন এনেছিলে এনেছিলি এনেছিলাম
ভবিষ্যৎ সাধারণ  আনবে  আনবেন  আনবেন  আনবে  আনবি  আনব
ঘটমান  আনতে থাকবে  আনতে থাকবেন  আনতে থাকবেন  আনতে থাকবে  আনতে থাকবি  আনতে থাকব
পুরাঘটিত এনে থাকবে এনে থাকবেন এনে থাকবেন এনে থাকবে এনে থাকবি এনে থাকব
অনুজ্ঞা  আনবে  আনবেন  আনবেন এনো  আনবি  
সাধু রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ  আনে  আনেন  আনেন  আন  আনিস  আনি
ঘটমান  আনিতেছে  আনিতেছেন  আনিতেছেন  আনিতেছ  আনিতেছিস  আনিতেছি
পুরাঘটিত  আনিয়াছে  আনিয়াছেন  আনিয়াছেন  আনিয়াছ  আনিয়াছিস  আনিয়াছি
অনুজ্ঞা আনুক আনুন আনুন  আনিও  ি  
অতীত সাধারণ  আনিল  আনিলেন  আনিলেন  আনিলে  আনিলি  আনিলাম
নিত্যবৃত্ত  আনিত  আনিতেন  আনিতেন  আনিতে  আনিতিস  আনিতাম
ঘটমান  আনিতেছিল  আনিতেছিলেন  আনিতেছিলেন  আনিতেছিলে  আনিতেছিলি  আনিতেছিলাম
পুরাঘটিত  আনিয়াছিল  আনিয়াছিলেন  আনিয়াছিলেন  আনিয়াছিলে  আনিয়াছিলি  আনিয়াছিলাম
ভবিষ্যৎ সাধারণ  আনিবে  আনিবেন  আনিবেন  আনিবে  আনিবি  আনিব
ঘটমান  আনিতে থাকিবে  আনিতে থাকিবেন  আনিতে থাকিবেন  আনিতে থাকিবে  আনিতে থাকিবি  আনিতে থাকিব
পুরাঘটিত  আনিয়া থাকিবে  আনিয়া থাকিবেন  আনিয়া থাকিবেন  আনিয়া থাকিবে  আনিয়া থাকিবি  আনিয়া থাকিব
অনুজ্ঞা  আনিবে  আনিবেন  আনিবেন  আনিয়ো  আনিবি  

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি :  আনিতে,  আনিলে,  আনিয়া।          চলিত রীতি :   আনতে,  আনলে, এনে