অঞ্জ্
সংস্কৃত ক্রিয়ামূল। এর
ভাবগত অর্থ হলো−
মাখা, মিলিত হওয়া, দীপ্তি পাওয়া, প্রকাশিত হওয়ায়।
√অঞ্জ্ (মাখা) +ত (ক্ত) =অক্ত (লিপ্ত)।
√অঞ্জ্ (মিলিত হওয়া)+ অস্
মধ্যযুগীয় কাব্যে √অঞ্জ্ (দীপ্তি পাওয়া, প্রকাশ পাওয়া) থেকে উৎপন্ন সকর্মক ক্রিয়াপদের ব্যবহার লক্ষ্য করা যায়। যেমন− অঞ্জইতে লোচন দুনয়ান ছল ছল/বলরাম দাস। সূত্র : বঙ্গীয় শব্দকোষ/হরিচরণ বন্দ্যোপাধ্যায়। বর্তমানে এই ক্রিয়ামূলের ব্যবহার নাই।