অঞ্জ্
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো মাখা, মিলিত হওয়া, দীপ্তি পাওয়া, প্রকাশিত হওয়ায়। 
এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন যে সকল শব্দ বাংলাতে ব্যবহৃত হয়ে থাকে তার তালিকা নিচে দেওয়া হলো।

অঞ্জ্ (মাখা) +ত (ক্ত) =অক্ত (লিপ্ত)

অঞ্জ্ (মিলিত হওয়া)+ অস্

     
মধ্যযুগীয়
কাব্যে অঞ্জ্ (দীপ্তি পাওয়া, প্রকাশ পাওয়া) থেকে উৎপন্ন সকর্মক ক্রিয়াপদের ব্যবহার লক্ষ্য করা যায় যেমন অঞ্জইতে লোচন দুনয়ান ছল ছল/বলরাম দাস সূত্র : বঙ্গীয় শব্দকোষ/হরিচরণ বন্দ্যোপাধ্যায় বর্তমানে এই ক্রিয়ামূলের ব্যবহার নাই