আঁকা
ক্রিয়াপদ উৎপাদক ক্রিয়ামূল।
উৎস:
সংস্কৃত অঙ্ক্ (চিহ্নিত করা)>প্রাকৃত অংক>বাংলা আঁক্+আ
গণ: স্বরান্ত,
প্রযোজক, সম্পূর্ণ, আঁকা-আদি গণ
এর ভাবগত অর্থ হলো-
অঙ্কন করানো বা চিহ্নিত করানো এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন সকর্মক ক্রিয়া বাংলাতে ব্যবহৃত হয় নিচে এই ধাতু থেকে উৎপন্ন ক্রিয়াপদের তালিকা তুলে ধরা হলো
 

চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ আঁকা আঁকান আঁকান আঁকা আঁকা, আঁকাস আঁকাই
ঘটমান আঁকাচ্ছে আঁকাচ্ছেন আঁকাচ্ছেন আঁকাচ্ছ আঁকাচ্ছিস আঁকাচ্ছি
পুরাঘটিত আঁকিয়েছে আঁকিয়েছেন আঁকিয়েছেন আঁকিয়েছ আঁকিয়েছিস আঁকিয়েছি
অনুজ্ঞা আঁকাক আঁকান আঁকান আঁকাও আঁকা, আঁকাস  
অতীত সাধারণ আঁকাল আঁকালেন আঁকালেন আঁকালে আঁকালি আঁকালাম
নিত্যবৃত্ত আঁকাত আঁকাতেন আঁকাতেন আঁকাতে আঁকাতি, আঁকাতিস আঁকাতাম
ঘটমান আঁকাচ্ছিল আঁকাচ্ছিলেন আঁকাচ্ছিলেন আঁকাচ্ছিলে আঁকাচ্ছিলি আঁকাচ্ছিলাম
পুরাঘটিত আঁকিয়েছিল আঁকিয়েছিলেন আঁকিয়েছিলেন আঁকিয়েছিলে আঁকিয়েছিলি আঁকিয়েছিলাম
ভবিষ্যৎ সাধারণ আঁকাবে আঁকাবেন আঁকাবেন আঁকাবে আঁকাবি আঁকাব
ঘটমান আঁকাতে থাকবে আঁকাতে থাকবেন আঁকাতে থাকবেন আঁকাতে থাকবে আঁকাতে থাকবি আঁকাতে থাকব
পুরাঘটিত আঁকিয়ে থাকবে আঁকিয়ে থাকবেন আঁকিয়ে থাকবেন আঁকিয়ে থাকবে আঁকিয়ে থাকবি আঁকিয়ে থাকব
অনুজ্ঞা আঁকাইও আঁকাবেন আঁকাবেন আঁকায়ো আঁকাবি  
সাধু রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ আঁকায় আঁকান আঁকান আঁকাও আঁকাস আঁকাই
ঘটমান আঁকাইতেছে আঁকাইতেছেন আঁকাইতেছেন আঁকাইতেছ আঁকাইতেছিস আঁকাইতেছি
পুরাঘটিত আঁকাইয়াছে আঁকাইয়াছেন আঁকাইয়াছেন আঁকাইয়াছ আঁকাইয়াছিস আঁকাইয়াছি
অনুজ্ঞা আঁকাক আঁকান আঁকান আঁকাও আঁকা/আঁকাস  
অতীত সাধারণ আঁকাইল আঁকাইলেন আঁকাইলেন আঁকাইলে আঁকাইলি আঁকাইলাম
নিত্যবৃত্ত আঁকাইত আঁকাইতেন আঁকাইতেন আঁকাইতে আঁকাইতিস আঁকাইতাম
ঘটমান আঁকাইতেছিল আঁকাইতেছিলেন আঁকাইতেছিলেন আঁকাইতেছিলে আঁকাইতেছিলি আঁকাইতেছিলাম
পুরাঘটিত আঁকাইয়াছিল আঁকাইয়াছিলেন আঁকাইয়াছিলেন আঁকাইয়াছিলে আঁকাইয়াছিলি আঁকাইয়াছিলাম
ভবিষ্যৎ সাধারণ আঁকাইবে আঁকাইবেন আঁকাইবেন আঁকাইবে আঁকাইবি আঁকাইব
ঘটমান আঁকাইতে থাকিবে আঁকাইতে থাকিবেন আঁকাইতে থাকিবেন আঁকাইতে থাকিবে আঁকাইতে থাকিবি আঁকাইতে থাকিব
পুরাঘটিত আঁকাইয়া থাকিবে আঁকাইয়া থাকিবেন আঁকাইয়া থাকিবেন আঁকাইয়া থাকিবে আঁকাইয়া থাকিবি আঁকাইয়া থাকিব
অনুজ্ঞা আঁকাই আঁকাইবেন আঁকাইবেন আঁকাইয়ো আঁকাইবি  

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : আঁকাইতে, আঁকাইলে, আঁকাইয়া।          চলিত রীতি :  আঁকাতে, আঁকালে, আঁকিয়ে


সূত্র :