অনু
অর্থ:
অব্যয়ের
একটি প্রকরণ। পশ্চাৎ, পুনরায়, সাদৃশ্য
অর্থে এই উপসর্গ শব্দের পূর্বে বসে।
- পশ্চাৎ অর্থে: অনুকথন, অনুক্রম, অনুক্রমণ,
অনুক্ষণ, অনুগামী
- পশ্চাৎ আকর্ষণ অর্থে: অনুকর্ষ, অনুকর্ষণ,
অনুস্বর, অনুস্বার
- পুনরায় অর্থে: অনুকম্পন, অনুকম্পনীয়, অনুকম্পিত,
অনুকম্পী, অনুকম্প্য
- সহ বা সাথে অর্থে: অকম্পা
- সহায়ক অর্থে: অনুকূল
- সাদৃশ্য অর্থে: অনুকরণ, অনুকরণীয়, অনুকার,
অনুকারী, আনুকার্য, অনুকৃত, অনুদক্ষ, অনুপটু
- হীন বা গৌণ অর্থে: অনুকল্প
সূত্র:
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ।
১৪০৮।
- তাল অভিধান। মানস দাসগুপ্ত। প্রকাশিকা শ্রীমতী নমতা দাশগুপ্তা।
জ্যৈষ্ঠ ১৪০২।
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- বাংলা একাডেমী সমকালীন বাংলা ভাষার অভিধান । আবু ইসহাক। চৈত্র
১৪০৯/এপ্রিল ২০০৩।
- বাংলা বানান চিন্তা (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। অধ্যাপক পি.
আচার্য। জুলাই ১৯৯৭।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন
দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
- বাংলা একাডেমী সমকালীন বাংলা ভাষার অভিধান স্বরবর্ণ অংশ। আবু ইসহাক।
ফাল্গুন ১৪০৪/ফেব্রুয়ারি ১৯৯৮।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক
এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির।
মার্চ ২০০০।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
- সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র।