দি
বাংলা ক্রিয়ামূল এর ভাবগত অর্থ হলো-দান করা সংস্কৃত দা ক্রিয়ামূল থেকে বাংলায় এই দি ক্রিয়ামূল তৈরি হয়েছে।
   
সংস্কৃত দা>প্রাকৃত দি>বাংলা দি
এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন বাংলা ক্রিয়াপদ তৈরি হয়। যেমন- দিলাম, দিয়েছিলাম ইত্যাদি।