ই (কি)
সংস্কৃত কৃৎপ্রত্যয়। যে সকল ক্রিয়ামূলের সাথে এই প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে এবং তাদের ভিতর যে সকল শব্দ বাংলাতে ব্যবহৃত হয়, তাদের তালিকা দেওয়া হলো।
 

অপ-ধা (ধারণ করা) + ই (কি) = অব্ধি

ওষ (দাহ) + Öধা  (ধারণ করা)+ ই (কি)=ওষধি