ইষ্ঠ (ইষ্ঠন)
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এই প্রত্যয়ের ন ইৎ হয় এবং ইষ্ঠ শব্দমূলে যুক্ত হয়। এই কারণে এই প্রত্যয়কে ইষ্ঠ (ইষ্ঠন) হিসাবে উল্লেখ করা হয়ে থাকে। যেমন-
                         
কর্মিন {কৃ (করা) + ন্ (মনিন্), কর্মবাচ্য} +ইন্ (ইনি)} +ইষ্ঠ (ইষ্ঠন)
                          যুবন্ (অল্প) + ইষ্ঠ (ইষ্ঠন)=কনিষ্ঠ

এই প্রত্যয় যে সকল অর্থে ব্যবহৃত হয়, তা হলো-
১. বহু ভিতরে একের উৎকর্ষ বুঝানোর জন্য এই প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন- কর্মিষ্ঠ, লঘিষ্ঠ, গরিষ্ঠ।
২. অল্প শব্দের স্থানে কন্ এবং যুবন শব্দের স্থানে কন বা যুব হয়। যেমন- কনিষ্ঠ