কচকচ [কচ্.কচ্] [kɔc.kɔc]
দেশী
কচ্ (ধারলো কোনো কিছু দিয়ে কাটার শব্দ)>কচকচ (ধন্যাত্মক শব্দ)।
১. অব্যয় (ধন্যাত্মক)। কাটার শব্দ। (কচকচ করে আম কাটলাম)।
২. বিশেষ্য। বিরক্তিকরভাবে অনবরত কোনো বিষয় নিয়ে অনবরত কথা বলা, বকবকানি। (তোর কচকচানির ঠেলায় টেকা দায়)

. ক্রিয়ামূল। কচকচ (অব্যয়)>Öকচ্‌কচ্ ধারলো কোনো কিছু দিয়ে কাটার শব্দের বিচারে এই ক্রিয়ামূল থেকে অসমাপিকা ক্রিয়ামূল তৈরি হয়। যেমন-

                        Öকচ্‌কচ +ইয়া= কচ্‌কচাইয়া (সাধু)                 : কচকচাইয়া কাটা বা খাওয়া

     কচ্‌কচাইয়া (সাধু)>কচকচিয়ে (চলিত)              : কচকচিয়ে কাটা বা খাওয়া

        এই ধাতু জাত বিশেষ্য বা বিশেষণ পদ= Öকচ্‌কচ +আনো=কচকচানো


কচকচা [কচ্.ক.] [kɔc.kɔ.ca]
দেশী
কচকচ (বিশেষ্য, বকবকানি) +আ>Öকচকচা 

বিরক্তিকরভাবে অনবরত কোনো বিষয় নিয়ে অনবরত কথা বলা অর্থে- এই ক্রিয়ামূল থেকে পূর্ণ ক্রিয়াপদের তালিকা পাওয়া যায়। নিচের সারণীতে এটি তুলে ধরা হলো।

চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ কচকচা কচকচান কচকচান কচকচা কচকচা, কচকচাস কচকচাই
ঘটমান কচকচাচ্ছে কচকচাচ্ছেন কচকচাচ্ছেন কচকচাচ্ছ কচকচাচ্ছিস কচকচাচ্ছি
পুরাঘটিত কচকচিয়েছে কচকচিয়েছেন কচকচিয়েছেন কচকচিয়েছ কচকচিয়েছিস কচকচিয়েছি
অনুজ্ঞা কচকচাক কচকচান কচকচান কচকচাও কচকচা, কচকচাস  
অতীত সাধারণ কচকচাল কচকচালেন কচকচালেন কচকচালে কচকচালি কচকচালাম
নিত্যবৃত্ত কচকচাত কচকচাতেন কচকচাতেন কচকচাতে কচকচাতি, কচকচাতিস কচকচাতাম
ঘটমান কচকচাচ্ছিল কচকচাচ্ছিলেন কচকচাচ্ছিলেন কচকচাচ্ছিলে কচকচাচ্ছিলি কচকচাচ্ছিলাম
পুরাঘটিত কচকচিয়েছিল কচকচিয়েছিলেন কচকচিয়েছিলেন কচকচিয়েছিলে কচকচিয়েছিলি কচকচিয়েছিলাম
ভবিষ্যৎ সাধারণ কচকচাবে কচকচাবেন কচকচাবেন কচকচাবে কচকচাবি কচকচাব
ঘটমান কচকচাতে থাকবে কচকচাতে থাকবেন কচকচাতে থাকবেন কচকচাতে থাকবে কচকচাতে থাকবি কচকচাতে থাকব
পুরাঘটিত কচকচিয়ে থাকবে কচকচিয়ে থাকবেন কচকচিয়ে থাকবেন কচকচিয়ে থাকবে কচকচিয়ে থাকবি কচকচিয়ে থাকব
অনুজ্ঞা কচকচাবে কচকচাবেন কচকচাবেন কচকচায়ো কচকচাবি  
সাধু রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ কচকচায় কচকচান কচকচান কচকচাও কচকচাস কচকচাই
ঘটমান কচকচাইতেছে কচকচাইতেছেন কচকচাইতেছেন কচকচাইতেছ কচকচাইতেছিস কচকচাইতেছি
পুরাঘটিত কচকচাইয়াছে কচকচাইয়াছেন কচকচাইয়াছেন কচকচাইয়াছ কচকচাইয়াছিস কচকচাইয়াছি
অনুজ্ঞা কচকচাউক কচকচাউন কচকচাউন কচকচাইও কচকচাইস  
অতীত সাধারণ কচকচাইল কচকচাইলেন কচকচাইলেন কচকচাইলে কচকচাইলি কচকচাইলাম
নিত্যবৃত্ত কচকচাইত কচকচাইতেন কচকচাইতেন কচকচাইতে কচকচাইতিস কচকচাইতাম
ঘটমান কচকচাইতেছিল কচকচাইতেছিলেন কচকচাইতেছিলেন কচকচাইতেছিলে কচকচাইতেছিলি কচকচাইতেছিলাম
পুরাঘটিত কচকচাইয়াছিল কচকচাইয়াছিলেন কচকচাইয়াছিলেন কচকচাইয়াছিলে কচকচাইয়াছিলি কচকচাইয়াছিলাম
ভবিষ্যৎ সাধারণ কচকচাইবে কচকচাইবেন কচকচাইবেন কচকচাইবে কচকচাইবি কচকচাইব
ঘটমান কচকচাইতে থাকিবে কচকচাইতে থাকিবেন কচকচাইতে থাকিবেন কচকচাইতে থাকিবে কচকচাইতে থাকিবি কচকচাইতে থাকিব
পুরাঘটিত কচকচাইয়া থাকিবে কচকচাইয়া থাকিবেন কচকচাইয়া থাকিবেন কচকচাইয়া থাকিবে কচকচাইয়া থাকিবি কচকচাইয়া থাকিব
অনুজ্ঞা কচকচাইবেন কচকচাইবেন কচকচাইবেন কচকচাইয়ো কচকচাইবি  

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : কচকচাইতে, কচকচাইলে, কচকচাইয়া।          চলিত রীতি :  কচকচাতে, কচকচালে, কচকচিয়ে


কচমচ [কচ্.মচ্] [kɔc.mɔc]
দেশী
কচ্ (ধারলো কোনো কিছু দিয়ে কাটার শব্দ)>কচ
+চ (সহযোগী শব্দ)।=কচমচ
১. অব্যয় (ধন্যাত্মক)। কাটা বা ভাঙার মৃদু  শব্দ। (কচমচ করে কাঁচা আম খাচ্ছিল। ঘরের পিছেন কচমচ শব্দ হচ্ছিল)।
২. বিশেষ্য। কাটা বা ভাঙার মৃদু  শব্দ, কচমচ, মচমচি।
২.
ক্রিয়ামূল। কচমচ (বিশেষ্য)>Öকচমচ এর ভাবগত অর্থ হলো- কাটা বা ভাঙার মৃদু  শব্দ করা। এই ধাতুজাত ক্রিয়াপদ অন্য ধাতুজাত ক্রিয়াপদের পূর্বে বসে অসমাপিকা ভাব প্রকাশ করে যেমন-

                         কচ্‌মচ +ইয়া= কচ্‌মচাইয়া (সাধু)                    : কচমচাইয়া খাওয়া
                         
কচ্‌মচাইয়া (সাধু)>কচমচিয়ে (চলিত)              : কচমচিয়ে খাওয়া


কচলা [কচলা] [kɔc.la]
হিন্দি Öকুচল>বাংলা Öকচলা
ক্রিয়ামূল এর ভাবগত অর্থ হলো- এই ধাতুর ভাবগত অর্থ হলো- মর্দন করা এই ধাতু থেকে উৎপন্ন ক্রিয়াপদ বাংলাতে ব্যবহৃত হয়ে থাকে নিচে এই ধাতু থেকে উৎপন্ন সকর্মক ক্রিয়াপদের তালিকা তুলে ধরে হলো

চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ কচলা কচলা কচলান কচলা কচলা, কচলাস কচলাই
ঘটমান কচলাচ্ছে কচলাচ্ছেন কচলাচ্ছেন কচলাচ্ছ কচলাচ্ছিস কচলাচ্ছি
পুরাঘটিত কচলেছে কচলেছেন কচলেছেন কচলেছ কচলেছিস কচলেছি
অনুজ্ঞা কচলাক কচলান কচলান কচলাও কচলা, কচলাস  
অতীত সাধারণ কচলাল কচলালেন কচলালেন কচলালে কচলালি কচলালাম
নিত্যবৃত্ত কচলাত কচলাতেন কচলাতেন কচলাতে কচলাতিস কচলাতাম
ঘটমান কচলাচ্ছিল কচলাচ্ছিলেন কচলাচ্ছিলেন কচলাচ্ছিলে কচলাচ্ছিলি কচলাচ্ছিলাম
পুরাঘটিত কচলেছিল কচলেছিলেন কচলেছিলেন কচলেছিলে কচলেছিলি কচলেছিলাম
ভবিষ্যৎ সাধারণ কচলাবে কচলাবেন কচলাবেন কচলাবে কচলাবি কচলাব
ঘটমান কচলাতে থাকবে কচলাতে থাকবেন কচলাতে থাকবেন কচলাতে থাকবে কচলাতে থাকবি কচলাতে থাকব
পুরাঘটিত কচলে থাকবে কচলে থাকবেন কচলে থাকবেন কচলে থাকবে কচলে থাকবি কচলে থাকব
অনুজ্ঞা কচলাবে কচলাবেন কচলাবেন কচলায়ো কচলাবি  
সাধু রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ কচলায় কচলান কচলান কচলাও কচলাস কচলাই
ঘটমান কচলাইতেছে কচলাইতেছেন কচলাইতেছেন কচলাইতেছ কচলাইতেছিস কচলাইতেছি
পুরাঘটিত কচলাইয়াছে কচলাইয়াছেন কচলাইয়াছেন কচলাইয়াছ কচলাইয়াছিস কচলাইয়াছি
অনুজ্ঞা কচলাউক কচলাউন কচলাউন কচলাইও কচলাইস  
অতীত সাধারণ কচলাইল কচলাইলেন কচলাইলেন কচলাইলে কচলাইলি কচলাইলাম
নিত্যবৃত্ত কচলাইত কচলাইতেন কচলাইতেন কচলাইতে কচলাইতিস কচলাইতাম
ঘটমান কচলাইতেছিল কচলাইতেছিলেন কচলাইতেছিলেন কচলাইতেছিলে কচলাইতেছিলি কচলাইতেছিলাম
পুরাঘটিত কচলাইয়াছিল কচলাইয়াছিলেন কচলাইয়াছিলেন কচলাইয়াছিলে কচলাইয়াছিলি কচলাইয়াছিলাম
ভবিষ্যৎ সাধারণ কচলাইবে কচলাইবেন কচলাইবেন কচলাইবে কচলাইবি কচলাইব
ঘটমান কচলাইতে থাকিবে কচলাইতে থাকিবেন কচলাইতে থাকিবেন কচলাইতে থাকিবে কচলাইতে থাকিবি কচলাইতে থাকিব
পুরাঘটিত কচলাইয়া থাকিবে কচলাইয়া থাকিবেন কচলাইয়া থাকিবেন কচলাইয়া থাকিবে কচলাইয়া থাকিবি কচলাইয়া থাকিব
অনুজ্ঞা কচলাইবেন কচলাইবেন কচলাইবেন কচলাইয়ো কচলাইবি  

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : কচলাইতে, কচলাইলে, কচলাইয়া।          চলিত রীতি :  কচলাতে, কচলালে, কচলে