খল্
ত ক্রিয়ামূল এর ভাবগত অর্থ হলো-  সঞ্চয়, চলন এই ক্রিয়ামূজাত যে সকল শব্দ বাংলাতে ব্যবহৃত হয়, তার তালিকা নিচে দেওয়া হলো।
               
খল্ (সঞ্চয়, চলা) + অ (অচ্) =খল

                খল্ (সঞ্চয়, চলা) +অতি (অতিচ)=খলতি

. সংস্কৃত স্খল্>বাংলা খল্।
ক্রিয়ামূল এর ভাবগত অর্থ হলো-  স্খলিত করা এই ক্রিয়ামূজাত শব্দ মধ্যযুগীয় বাংলা কবিতায় ব্যবহৃত হয়েছেযেমন- হারমণি হের সঘন জল খলই/গোবিন্দদাস-পদাবলী