কম্প্
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো–   কাঁপা। এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়–  তার তালিকা দেওয়া হলো।
 

 

 কম্প্ (কাঁপা)+অন (যুচ্)=কম্পন (কম্পনশীল অর্থে)
         
কম্প্ (কাঁপা)+অনীয় (অনীয়রঃ)=কম্পনীয়।  

কম্প (কাঁপা) +ত (ক্ত)=কম্পিত
         
কম্প্ (কাঁপা) + =কম্প্র

 

এই ধাতু থেকে উৎপন্ন ণিজন্ত ধাতু হলো- Öকম্প {Öকম্প্ (কাঁপা) +ণিচ্} দেখুন : কম্পি।

এই ধাতু থেকে উৎপন্ন সাধিত ধাতু Öকাঁপ {সংস্কৃত Öকম্প্ (কাঁপা)>বাংলা Öকাঁপ} দেখুন : কাঁপ

                                    এবং প্রযোজক ধাতু Öকাঁপা {Öকাঁপ্ +আ} দেখুন : কাঁপা

 

এই ধাতু থেকে উৎপন্ন নামধাতু কম্প= Öকম্প্ (কাঁপা) +অ (অচ্)=কম্প (বিশেষ্য)>Öকম্প এই ধাতুজাত অকর্মক ক্রিয়াপদ মধ্যযুগীয় বাংলাতে ব্যবহৃত হয়েছে যেমন- যাত্রাকালে হস্তপদ কম্পে পুনঃ পুনঃ/কৃত্তিবাসী রামায়ণ