কট্
সংস্কৃত ক্রিয়ামূল এর ভাবগত অর্থ হলো  বেষ্টন করা, বর্ষণ করা, প্রকটন করা। এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়  তার তালিকা দেওয়া হলো।
 

বেষ্টন করা অর্থে
                   
   
কট্ (বেষ্টন করা) + অ (অচ)=কট
                       
কট (বেষ্টন করা) + উ (কু), কর্তৃবাচ্য
 

প্রকটন করা অর্থে
                       কট্ (প্রকটন করা) + অ (ঘঞ্)=কট (আকার, অঙ্গভঙ্গী)
 


কটকট [কট্.কট্]
দেশী শব্দ।
অব্যয় (
ধ্বন্যাত্মক)। ১.১ মটকা জিনিস ভাঙার শব্দ। ১.২ বেদনা, তীব্রতা, ক্ষোভ প্রকাশক ধন্যাত্মক শব্দ। ১.৩ কুনো ব্যাঙের সৃষ্ট শব্দ। ১.৪. দাঁতে দাঁতে বাড়ি খাওয়ার শব্দ।


কটকটা
দেশী শব্দ।  কট (মটকা জিনিস ভাঙ্গার শব্দ)>কট্‌কট (ধ্বন্যাত্মক অব্যয়)>+আ=কটকটা
১. বিশেষ্য। নাম হিসাবে-
বেদনা, তীব্রতা, ক্ষোভ প্রকাশক ধন্যাত্মক শব্দ। ২.  দাঁতে দাঁতে বাড়ি খাওয়ার শব্দ।

২. ক্রিয়ামূল। কটকটা>কটকটা বিভিন্ন অর্থে এই ধাতুজাত ক্রিয়াপদ ব্যবহার করা হয়ে থাকে যেমন-

            ব্যথাজনিত কারণে              : ব্যথায় মাথা কটকটাচ্ছে
           
বস্তুর পরস্পর্ আঘাতজনিত    : রাগে দাঁত কটকটাচ্ছে
           
স্পস্ট করে উচিৎ কথা বলা     : মেয়েটা বড় কটকটিয়ে কথা বলে

নিচে এই ধাতুজাত ক্রিয়াপদের তালিকা দেওয়া হলো
 

চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ কটকটা কটকটান কটকটান কটকটা কটকটা, কটকটাস কটকটাই
ঘটমান কটকটাচ্ছে কটকটাচ্ছেন কটকটাচ্ছেন কটকটাচ্ছ কটকটাচ্ছিস কটকটাচ্ছি
পুরাঘটিত কটকটিয়েছে কটকটিয়েছেন কটকটিয়েছেন কটকটিয়েছ কটকটিয়েছিস কটকটিয়েছি
অনুজ্ঞা কটকটাক কটকটান কটকটান কটকটাও কটকটা, কটকটাস  
অতীত সাধারণ কটকটাল কটকটালেন কটকটালেন কটকটালে কটকটালি কটকটালাম
নিত্যবৃত্ত কটকটাত কটকটাতেন কটকটাতেন কটকটাতে কটকটাতি, কটকটাতিস কটকটাতাম
ঘটমান কটকটাচ্ছিল কটকটাচ্ছিলেন কটকটাচ্ছিলেন কটকটাচ্ছিলে কটকটাচ্ছিলি কটকটাচ্ছিলাম
পুরাঘটিত কটকটিয়েছিল কটকটিয়েছিলেন কটকটিয়েছিলেন কটকটিয়েছিলে কটকটিয়েছিলি কটকটিয়েছিলাম
ভবিষ্যৎ সাধারণ কটকটাবে কটকটাবেন কটকটাবেন কটকটাবে কটকটাবি কটকটাব
ঘটমান কটকটাতে থাকবে কটকটাতে থাকবেন কটকটাতে থাকবেন কটকটাতে থাকবে কটকটাতে থাকবি কটকটাতে থাকব
পুরাঘটিত কটকটিয়ে থাকবে কটকটিয়ে থাকবেন কটকটিয়ে থাকবেন কটকটিয়ে থাকবে কটকটিয়ে থাকবি কটকটিয়ে থাকব
অনুজ্ঞা কটকটাবে কটকটাবেন কটকটাবেন কটকটায়ো কটকটাবি  
সাধু রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ কটকটায় কটকটান কটকটান কটকটাও কটকটাস কটকটাই
ঘটমান কটকটাইতেছে কটকটাইতেছেন কটকটাইতেছেন কটকটাইতেছ কটকটাইতেছিস কটকটাইতেছি
পুরাঘটিত কটকটাইয়াছে কটকটাইয়াছেন কটকটাইয়াছেন কটকটাইয়াছ কটকটাইয়াছিস কটকটাইয়াছি
অনুজ্ঞা কটকটাউক কটকটাউন কটকটাউন কটকটাইও কটকটাইস  
অতীত সাধারণ কটকটাইল কটকটাইলেন কটকটাইলেন কটকটাইলে কটকটাইলি কটকটাইলাম
নিত্যবৃত্ত কটকটাইত কটকটাইতেন কটকটাইতেন কটকটাইতে কটকটাইতিস কটকটাইতাম
ঘটমান কটকটাইতেছিল কটকটাইতেছিলেন কটকটাইতেছিলেন কটকটাইতেছিলে কটকটাইতেছিলি কটকটাইতেছিলাম
পুরাঘটিত কটকটাইয়াছিল কটকটাইয়াছিলেন কটকটাইয়াছিলেন কটকটাইয়াছিলে কটকটাইয়াছিলি কটকটাইয়াছিলাম
ভবিষ্যৎ সাধারণ কটকটাইবে কটকটাইবেন কটকটাইবেন কটকটাইবে কটকটাইবি কটকটাইব
ঘটমান কটকটাইতে থাকিবে কটকটাইতে থাকিবেন কটকটাইতে থাকিবেন কটকটাইতে থাকিবে কটকটাইতে থাকিবি কটকটাইতে থাকিব
পুরাঘটিত কটকটাইয়া থাকিবে কটকটাইয়া থাকিবেন কটকটাইয়া থাকিবেন কটকটাইয়া থাকিবে কটকটাইয়া থাকিবি কটকটাইয়া থাকিব
অনুজ্ঞা কটকটাইবেন কটকটাইবেন কটকটাইবেন কটকটাইয়ো কটকটাইবি  

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : কটকটাইতে, কটকটাইলে, কটকটাইয়া।          চলিত রীতি :  কটকটাতে, কটকটালে, কটকটিয়ে



 


কটমট
দেশী শব্দ।
কট +মট (উভয়ই মটকা জিনিস ভাঙার শব্দ)।
১. অব্যয় (
ধ্বন্যাত্মক)। ১.১ মটকা জিনিস ভাঙার শব্দ। ১.২ দাঁতের নিচে ফেলে কোন কিছু ভাঙার শব্দ। ২. দাঁতের সাথে দাঁতের আঘাতে সৃষ্ট শব্দ।
২. বিশেষণ। ২.১. কঠিন, কড়া (কটমট দৃষ্টি)।


কটমটা
দেশী শব্দ।
কট +মট (উভয়ই মটকা জিনিস ভাঙার শব্দ)।=কটমট (বিশেষণ) +আ=
কটমটা
ক্রিয়ামূল এর ভাবগত অর্থ হলো- কঠোর ভঙ্গিতে দৃষ্টি নিক্ষেপ, দাঁতে দাঁতে শব্দ করা অর্থে এই অনুরণাত্মক শব্দ তৈরি করা হয় যেমন-
                কঠোর ভঙ্গিতে দৃষ্টি নিক্ষেপ    : তিন কটমটিয়ে তাকালেন

               
বস্তুর পরস্পর আঘাতজনিত    : তিনি রাগে দাঁত কটমটাচ্ছেন

এই শব্দ থেকে উৎপন্ন সকর্মক ক্রিয়া বাংলাতে ব্যবহৃত হয় নিচে এই ধাতু থেকে উৎপন্ন ক্রিয়াপদের তালিকা দেওয়া নিচে তুলে ধরা

চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ কটমটা কটমটান কটমটান কটমটা কটমটা, কটমটাস কটমটাই
ঘটমান কটমটাচ্ছে কটমটাচ্ছেন কটমটাচ্ছেন কটমটাচ্ছ কটমটাচ্ছিস কটমটাচ্ছি
পুরাঘটিত কটমটিয়েছে কটমটিয়েছেন কটমটিয়েছেন কটমটিয়েছ কটমটিয়েছিস কটমটিয়েছি
অনুজ্ঞা কটমটাক কটমটান কটমটান কটমটাও কটমটা, কটমটাস  
অতীত সাধারণ কটমটাল কটমটালেন কটমটালেন কটমটালে কটমটালি কটমটালাম
নিত্যবৃত্ত কটমটাত কটমটাতেন কটমটাতেন কটমটাতে কটমটাতি, কটমটাতিস কটমটাতাম
ঘটমান কটমটাচ্ছিল কটমটাচ্ছিলেন কটমটাচ্ছিলেন কটমটাচ্ছিলে কটমটাচ্ছিলি কটমটাচ্ছিলাম
পুরাঘটিত কটমটিয়েছিল কটমটিয়েছিলেন কটমটিয়েছিলেন কটমটিয়েছিলে কটমটিয়েছিলি কটমটিয়েছিলাম
ভবিষ্যৎ সাধারণ কটমটাবে কটমটাবেন কটমটাবেন কটমটাবে কটমটাবি কটমটাব
ঘটমান কটমটাতে থাকবে কটমটাতে থাকবেন কটমটাতে থাকবেন কটমটাতে থাকবে কটমটাতে থাকবি কটমটাতে থাকব
পুরাঘটিত কটমটিয়ে থাকবে কটমটিয়ে থাকবেন কটমটিয়ে থাকবেন কটমটিয়ে থাকবে কটমটিয়ে থাকবি কটমটিয়ে থাকব
অনুজ্ঞা কটমটাবে কটমটাবেন কটমটাবেন কটমটায়ো কটমটাবি  
সাধু রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ কটমটায় কটমটান কটমটান কটমটাও কটমটাস কটমটাই
ঘটমান কটমটাইতেছে কটমটাইতেছেন কটমটাইতেছেন কটমটাইতেছ কটমটাইতেছিস কটমটাইতেছি
পুরাঘটিত কটমটাইয়াছে কটমটাইয়াছেন কটমটাইয়াছেন কটমটাইয়াছ কটমটাইয়াছিস কটমটাইয়াছি
অনুজ্ঞা কটমটাউক কটমটাউন কটমটাউন কটমটাইও কটমটাইস  
অতীত সাধারণ কটমটাইল কটমটাইলেন কটমটাইলেন কটমটাইলে কটমটাইলি কটমটাইলাম
নিত্যবৃত্ত কটমটাইত কটমটাইতেন কটমটাইতেন কটমটাইতে কটমটাইতিস কটমটাইতাম
ঘটমান কটমটাইতেছিল কটমটাইতেছিলেন কটমটাইতেছিলেন কটমটাইতেছিলে কটমটাইতেছিলি কটমটাইতেছিলাম
পুরাঘটিত কটমটাইয়াছিল কটমটাইয়াছিলেন কটমটাইয়াছিলেন কটমটাইয়াছিলে কটমটাইয়াছিলি কটমটাইয়াছিলাম
ভবিষ্যৎ সাধারণ কটমটাইবে কটমটাইবেন কটমটাইবেন কটমটাইবে কটমটাইবি কটমটাইব
ঘটমান কটমটাইতে থাকিবে কটমটাইতে থাকিবেন কটমটাইতে থাকিবেন কটমটাইতে থাকিবে কটমটাইতে থাকিবি কটমটাইতে থাকিব
পুরাঘটিত কটমটাইয়া থাকিবে কটমটাইয়া থাকিবেন কটমটাইয়া থাকিবেন কটমটাইয়া থাকিবে কটমটাইয়া থাকিবি কটমটাইয়া থাকিব
অনুজ্ঞা কটমটাইবেন কটমটাইবেন কটমটাইবেন কটমটাইয়ো কটমটাইবি  

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : কটমটাইতে, কটমটাইলে, কটমটাইয়া।          চলিত রীতি :  কটমটাতে, কটমটালে, কটমটিয়ে