রাখ্
বাংলা ক্রিয়ামূল। সংস্কৃত ক্রিয়ামূল ‌√
রক্ষ্ থেকে এই ক্রিয়ামূল তৈরি হয়েছে।
        সংস্কৃত ‌√
রক্ষ্ >প্রকৃত রক্‌থ>বাংলা ‌√রাখ্
এর ভাবগত অর্থ  রাখা।

এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন উৎপন্ন ক্রিয়াপদ বাংলাতে ব্যবহৃত হয়। যেমন- রাখি, রাখলাম, রাখিলাম ইত্যাদি।