রক্ষ্
সংস্কৃত ‌√রক্ষ্>বাংলা ‌√রক্ষ্
সংস্কৃত ক্রিয়ামূল এর ভাবগত অর্থ হলো রক্ষণ। এই ক্রিয়ামূল থেকে সৃষ্ট পদ বাংলাতে ব্যবহৃত হয় । যেমন-
    √রক্ষ্ (রক্ষণ) +
অ (অ) =রক্ষ
    √রক্ষ্ (রক্ষণ) +
অ (অণ্)=রক্ষ
    √রক্ষ্ (রক্ষণ) +
অক (ণ্বুল)=রক্ষক
    √রক্ষ্ (রক্ষণ) +
অন্ (ল্যুট)=রক্ষণ
    √রক্ষ্ (রক্ষণ) +
অনীয় (অনীয়রঃ)=রক্ষণীয়
    √রক্ষ্ (রক্ষণ) +
অস (অসুন)=রক্ষঃ
    √রক্ষ্ (রক্ষণ) +ইন্ (ণিনি)=রক্ষী

 

এই ক্রিয়ামূল থেকে বাংলা ক্রিয়াপদ-উৎপাদক ক্রিয়ামূল রাখ্ তৈরি হয়েছে।